আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু উৎপাদন কারখানা


আমরা মৃত্যু উৎপাদন করি কথায়,ইচ্ছায়,সাধনায় আর কারখানায়।" মহামারী শিশুদের প্রিয় খেলনা যুবকদের প্রিয় মরে বেচে থাকা, অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার সেই বুলেট গুলো কোথায় যার গায়ে আমাদের মৃত্যু দিবস লিখে রাখা ? তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন সেটাই ধুয়েমুছে ফু দিয়ে দিয়ে দিন কাটাই, জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে পেশায় আমরা বহুপুরুষ ধরে কসাই। মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল আর রক্তের সেচে চাষাবাদে ফসল ফলে দেদার সুর্যকে মনে হয় ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা "আমরা মৃত্যু উৎপাদন করি কথায়,ইচ্ছায়,সাধনায় আর কারখানায়।" এবার তুমি দাঁড়াবে আমার পাশে বলবে " হ্যা এটাই তো সেই স্বপ্নভূত শ্রমজীবি সমাজ" মৃত্যু উৎপাদন শ্রমে কোন ঘাটতি নেই কোন অসংগতি নেই শ্রম বিভাজনে কোন অসংহতি নেই মৃত্যু বন্টনে "আমরা মৃত্যু উৎপাদন করি কথায়,ইচ্ছায়,সাধনায় আর কারখানায়।" মহান দার্শনিক সূর্য আমাদের শেখালো শুধু মৃত্যুর শিল্প তার ফুলঝুরি রশ্নি থেকে শিখেছি পারমাণবিক রঞ্জন শ্যামল প্রকৃ্তি আমাদের মৃত্যু ব্র্যান্ডের পণ্যের মোড়ক আর সব পণ্যের সাথে বিনামূল্যে অকাতরে বিলিয়েছি একটি করে সতেজ গোলাপ - তাও আবার লাল। তুমি বলতে পারো এ শুধু আমাদের যুদ্ধের বিজ্ঞাপন কিন্তু দ্যাখো ব্যারাকের পোষা সৈনিক উর্দি ছুড়ে ফেলে নিজের মেরুদণ্ড হাতে দাড়িয়েছে নিজের মাংসপিন্ডের সামনে ধংস যেহেতু মানব চেতনার সেরা ফসল তাই নিজেদেরকে হত্যা করে পৃথিবীর শূণ্যতার প্রশান্তির ভেতর খুজে নেবে তার অশরীরি নতুন জন্ম। "আমরা মৃত্যু উৎপাদন করি কথায়,ইচ্ছায়,সাধনায় আর কারখানায়।" ধংস যেহেতু মানব চেতনার সেরা ফসল তাই নিজেদেরকে হত্যা করে পৃথিবীর শূণ্যতার প্রশান্তির ভেতর খুজে নেব আমাদের অশরীরি নতুন জন্ম।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.