আমাদের কথা খুঁজে নিন

   

হেরে গেলাম আজ আমরা :'(

মেঘলা আকাশ, ঝড়ো বাতাস বইছে। লৌহযবনিকার ভেতর কিসের যেন ভয়ভয় রহস্য, চাপা উত্তেজনা। সবাই নেমে আসছে, সবার পিছে আসছে অস্থির প্রকৃতির দুর্দান্ত সাহসী এক যুবক। চেহারা বা পোশাকে-আশাকে তেমন কোন পরিচয় নেই, যেন অতি সাধারণ এক যুবক। সেদিন চিটাগাং কিংস জেতায় স্টেডিয়ামে গ্যাংনাম স্টাইলে নাচ দিলাম… কাদের মোল্লার যাবজ্জীবন আর কালকে আবার হরতালের কথা শুনে আবার স্টেডিয়ামে গিয়ে গ্যাংনাম স্টাইলে নাচ দিতে ইচ্ছা করতেসে। স্টেডিয়ামে কি ঢুকতে দিবে এখন? বাই দ্যা ওয়ে, হে বাংলাদেশ, তুমি এখন আঙুল চোষ, ললিপপ খাও। আবার ৪৩ বছর পরে আমাদের ভবিষ্যতেরা এরকম ললিপপ খাবে, আর গ্যাংনাম স্টাইলে ডান্স করবে। আর ওইসব খারাপ মেশিন থেকে বাইর হওয়া ছাগুরা বন্দুক হাতে রাস্তায় শো ডাউন করবে। আর তখন গাড়িতে গাড়িতে নয়, বাড়িতে বাড়িতে শুরু হবে গণধর্ষন… আজ খুব লজ্জা লাগছে বলতে, আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক। :@


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।