আমাদের কথা খুঁজে নিন

   

মূর্তি রাজনীতি নিয়া ফরহাদ মাজহারের বক্তব্য জানতে ইচ্ছা হয়

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

এই লোকটারে আমার খুব অস্বচ্ছ লাগে। উড়ো খবর শুনি তিনি নাকি জামাতের পীর আবার এনজিওও বটে। তিনি আসলে কিনা।

যাউগ্গা বেশি কইলে গিবত হইয়া যাইব। আমি তারে যতদূর বুঝতে পারি বা পারিনা তাতে আমার জানতে ইচ্ছা হয় তিনি এইবার কি বলবেন? একদিকে তিনি বাঙালী আত্মপরিচয়ের শেকড় অনুসন্ধান করে লালন হয়ে চলেন আবার তিনি মুসলমানীত্বের আত্মপরিচয় নিয়া সভাসেমিনারে কথা কন। ফাইন কোনটা নিয়াই জাজমেন্ট নাই। কিন্তু যেইটা বুঝিনা তিনি এই দুইয়ের ব্লেন্ড দিয়া ধর্ম আশ্রয়কারী মৌলবাদী জামাত রাজনীতিরে কিভাবে দেখেন? নাকি তিনি বলতে চান যেহেতু মৌলবাদ সাপেক্ষিক একটা বিষয় তাই বঙ্গ রাষ্ট্রে জামাতী রাজনীতির সহযোগী জঙ্গীবাদ আসলে একটা আত্মপরিচয়গত প্রতিরোধ মাত্র আর কিছু না। মূর্তি প্রসঙ্গ কেবল ধর্মানুভূতি।

এই জিনিস ব্লগেও দেখলম। মূর্তি প্রসঙ্গ প্রথম থেকেই খুবই রাজনৈতিক। এইটারে জামাত রাজনীতি বিচ্ছিন্ন করে দেখার স্বেচ্ছা/অনিচ্ছাকৃত ভুল যে করবেন তিনি জামাত রাজনীতিরেই পোক্ত করবেন বলে মনে করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.