আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ার ব্যবচ্ছেদ, ফিলিপ নাইটলি এবং আমরা কয়েকজন।

সুন্দর সমর

মিডিয়ার ব্যবচ্ছেদ বিশেষ করে রণ-সাংবাদিকতার স্বরূপ প্রকাশের কথা বললেই ফিলিপ নাইটলির The First Casualty: The War Correspondent as Hero and Myth-Maker from the Crimea to Kosovo বইটার কথা বলতে হবে। রণ-সাংবাদিকতা যে কতোটা বাস্তববতা বিবর্জিত হতে পারে তা চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়েছন। বইটি নিয়ে ব্যাপক আলোচনা অন্যদিন করব। নেট ঘেটে বইটা কোনও কপি বের করতে পারিন। যদি কেউ পারেন আমাকে একটা লিংক দিবেন প্লিজ। আমাদের স্বদেশ ভূমিতে মিডিয়া নিয়ে এমন কাজ করার বিস্তর অবকাশ রয়েছে। রণ-কালীন সাংবাদিকতা সহ প্রাত্যহিক সংবাদ চর্চায় সত্যকে কি ভাবে সমাহিত করা হয় তা তুলে ধরার জন্য কেউ এগিয়ে আসবেন কামনা করি প্রতিদিন। হয়ত এই গ্রুপ কালে কালে নতুন কালের কোন 'নাইটলি' তৈরি করবে সে প্রত্যাশাও করি। কারণ তীব্র গতিবান যে নদীকে আজ আমরা প্রত্যক্ষ করি সৃষ্টির দিনগুলোতে তা নেহাৎ একটি ক্ষীণ শ্রোত ছিলো মাত্র, এ কথা সবার জানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।