আমাদের কথা খুঁজে নিন

   

পথকথা ১১ ( যেইখানে স্বপ্ন মোর থমকে গেছে)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পথকথা ০৯ পথকথা ১০ ..... আর যারে ভালবাসি তারে স্বপনে করলাম বন্দী কিন্তু স্বপ্ন দেখার সুযোগ খুঁজিনা, যদি সে পালায়ে যায় জানি পালাবেনা, করি নাই আটক কভূ সূক্ষ্ম প্রেমোন্মাদে; তবুও যদি অহরহ নৈমত্তিক স্বপ্নে, ভীরে অদৃশ্যমান হয়ে যায়, দেখতে না’রি স্বপনে বন্দী মুখখানি তারই তখন। তাই যারে সেই নিগুড় নিবিষ্ট প্রাতিম্বিক ভালবাসা বলে মানি গোপনে স্বপনে আমারি বন্দী করে লুকায়ে রাখি গহীনে মনেতে মোর; কান্ত হয়ে ঘুমায়ে পড়ে যখন অযাচিত নিত্য সকল স্বপ্ন আর কীট চুপিচুপি মনের গহন কপাট মুক্ত হয়ে স্বপন হয়ে ধরা পড়ে তখন। বন্দী ভালবাসায় বন্দী হয়ে স্বপন মাঝারে নিত্য প্রাণত্যয় হতে বাঁচি, আমি যে তাহারে চরম হতে চরম পর্যায়ে সত্যি ভালবাসি। আর সকল প্রয়োজনীয় এবং অপ্রোয়জনীয় স্বপ্ন হতে দূরে একাকী নিঃসঙ্গ এক কষ্ট লালনকারী হয়ে নির্ঘুম সমরে সফর করি শুধু একবার তারে স্বপন হতে জীবনে টেনে যদি আনতে পারি.. তাই কি হয়, জাগা স্বপ্ন চরম স্বপ্ন, বাস্তবতা সে তো কখনই নয় গভীর ঘুমের স্বপ্ন বাকী যা বন্ধু , তার কতেক হয়তো বাস্তবতা হয়। সে বাস্তবতায় যে হারানোর ভয় সেই স্বপন , তাই আমি স্বপ্ন দেখি না আর কেবল উদাস নিঃস্ব পথিক হয়েই থাকতে শুরু করি, তাই আমি ঘুরিফিরি সেইখানে সেই বন্দী শালায়, যেইখানে স্বপ্ন মোর থমকে গেছে। ০৯/১০/২০০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।