আমাদের কথা খুঁজে নিন

   

পথকথা ১০

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পথকথা ১০ তার নাম দেবো মনীষিতা এবং পূর্বে যুক্ত করার মানস যদি হয় কোন বিশেষণ ইতিবাচক তাও করব যুক্ত, কারন সে মুক্ত সে নগ্ন পদযুগল বিছিয়ে কর্দমক্ত পথে হাঁটছিল আর কাদা ছুঁয়ে উল্লাসে মাতা শাড়ীর আঁচলখানি তার বেয়ে বেয়ে ঝড়ছিল কামনার ঢেউ বাতাসে বাতাসে, কাদা ছলকায় আর সে হাসে আর হাসে; মুক্ত ঝরে ঠোঁটের কোনার পথে, যদিও মুক্ত অদৃশ্য তথাপি সেই মুক্তই সম্পদশালী করে দর্শক কোন পথিকের প্রাণ। পথিকের অন্তত কর্ম থমকে গেছে , কাদার মাঝে সেই নগ্ন পায়ের ছাপে ছাপে উদ্ধারের ডাক, মুক্তির নিশানা দিশেহারা পথ গুলো হেরে যায় উলঙ্গ সৌন্দর্য নিয়েও তাই কাদা মাখা হলদেটে পথের কাছে, ঐ নারী যে আছে ঐ পথে নগ্ন পদে পদে অগ্রমুখে; তাই যখন অর্বাচীন পথিক কল্প স্বপ্ন -বাস্তব ভাবে আর কথার আশে ডাকে পেছন হতে কাদা মাখা পা আর নোংরা ভুলে , মুখ দিয়ে শুধু বের হয় তার একটি ডাক, ''শোন হে মনীষিতা''। ১৮/৬/০৭ পথকথা শিরোনামের বাকী কবিতাগুলো পড়ার বৃহ্ৎ ইচ্ছার উদ্রেগ হলে একটা গুতো মারেন এইখানে[View this link ছবি সূত্রঃ View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।