আমাদের কথা খুঁজে নিন

   

পথকথা ০৬

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ছায়া ছিলনা পথে সে নারীর তখন, না তাই বলে আমি বলছিনা , সে কল্প কোন স্বর্গ পরী কিংবা কান্তা প্রেত অথবা এও বলছিনা , পথ চুরি করে নিয়েছে নারীর সুন্দর ছায়াটুকু অন্তত সেই ক্ষণে , আকাশে সূর্যও ছিল , খোলা তেপান্তর ছিল নারীর কোমল কোয়া ঠোঁটে দূরন্ত হাসি ছিল, নারীর নগ্ন কোমল পায়ে শষ্পরা দিচ্ছিলি চুমু, ছোট ঘাসফুলের ছায়াটা ঠিকই পড়েছিল পথে নারীর ছায়ার অভাবে রাগে অনুরাগে তাই ধূলোর পথ ধীরে ধীরে হচ্ছিল উত্তাপে তপ্ত; পথে আরও দুটো পা ছিল , সে পায়ে ছিল নিশিদিন হাঁটার নিষ্ণাত সংকেত... সে পাদুখানা তাই যেন এক পথিকের সে পথিকের ছায়া রেখেছিল শীতল সে নারীর অধউন্মোচিত তন্বী দেহ, সূর্য সেখানে হাডুডু খেলতে পারছিলনা তাই , আর তাই ছিলনা ধূলোর জন্যে তার ছায়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।