আমাদের কথা খুঁজে নিন

   

পথকথা ০৪

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পথকথা ০৪ ও বলেছিল রক্ত লেপে আছে যেতে দেরী হয়েছিল, মাটি ততদিনে চুষে নিয়েছে রক্তের রঙ ওখানে এখন হেঁটে চলা পথ। ও বলেছিল জল ফুরিয়েছে চোখে, যেতে দেরী হয়েছিল, দেহ ততদিনে চুষে খেয়েছে দৃষ্টির সব রঙ ওখানে এখন কেবলই সাদা কালো স্বপ্ন। ও বলেছিল ভুলে যাবে, বাস—বতার বন্ধু হবে সাথে সাথে হাঁটবে কাদা বালু জল , রক্ত ভুলে কেবলই মাটির পথে, ডাকতে দেরী হয়েছিল, দেহের সবটুকু ততদিনে দখল করেছে রাক্ষুসী নেশা ওখানে এখন তাই শুধুই নেশার ক্ষুধা। একা হাঁটা পথে মাথা নিচু হয়ে যায়, জেগে ওঠে মাটি ফুঁড়ে পথে পথে রক্ত রাঙা কাঁটা, পাগুলো আর কথা শোনেনা ওখানে এখন জীবন জ্বালার ব্যাথা। ১৪/৩/০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।