আমাদের কথা খুঁজে নিন

   

এইতো আমাদের ঈদ... কিছু বন্ধন, কিছু ভালোবাসা, কিছু মুখের হাসি...



ঈদে নিজের জন্য কখনোই কিছু কেনা হয় না। চাকুরীতে জয়েন করবার পর থেকে প্রতি ঈদেই সাধ্যমতো চেষ্ঠা করি পরিবারের সবার জন্য কেনাকাটা করতে। এবার দু'বোনের জন্য দুইটা শাড়ী কিনেছিলাম। সে আরেক বিড়ম্বনা...একা একজন ছেলে কাস্টমার...শাড়ীর দোকানীরা তো পাত্তাই দিতে চায় না। বিধি বাম।

বাড়ী গিয়ে যতটুকু বুঝলাম...আমার বোনদের শাড়ী পছন্দ হয়নি। মনটা খুব খারাপ হলো। কিন্তু কিছুই করার নেই। যথারীতি বাঁকা চাঁদের হাসি নিয়ে ঈদ এলো। আমার ছোট বোনটা রংপুর মেডিকেলে পড়ে।

সকালে নামাজ পড়ে বাসায় ফিরতেই ও একটা প্যাকেট নিয়ে রুমে ঢুকলো। পাগলী ওর হাতখরচ থেকে টাকা বাচিয়ে আমার জন্য একটা শার্ট কিনেছে। আমার প্রিয় রং কালো। একটা কালো শার্ট। কী যে আনন্দ হচ্ছিলো ! আমার ঈদের আনন্দের ষোলকলা পূর্ণ হলো যখন দেখলাম দু'বোনই আমার দেয়া শাড়ী পড়ে ঘুরে বেড়াচ্ছে।

যদিও ওদের আরো ক'য়েক সেট ঈদের কাপড় ছিলো। এইতো আমাদের ঈদ... কিছু বন্ধন, কিছু ভালোবাসা, কিছু মুখের হাসি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।