আমাদের কথা খুঁজে নিন

   

'একজন ফেলানির আত্নকথা'

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"

বিএসএফের গুলিতে আমি কিন্তু সাথে সাথে মারা যাইনি। অনেকক্ষণ বেঁচে ছিলাম। পানি খেতে চেয়েছি। বিএসএফের হিংস্র সদস্যরা এক ফোটা পানি দেয়নি। তোমরা বাংলাদেশের মানুষরা কি এতটুকু প্রতিবাদ করলে না! আমি ফেলানি বলছি।

বিএসএফের গুলিতে আমি মরেছি। আমার লাশ এখনো কাঁটাতারে ঝুলছে। প্রতিদিন ভারতীয় বিএসএফ কোন কারণ ছাড়াই যেভাবে বাংলাদেশিদের মারছে, আমাকেও মেরেছে। বিএসএফের গুলিতে আমি কিন্তু সাথে সাথে মারা যাইনি। অনেকক্ষণ বেঁচে ছিলাম।

পানি খেতে চেয়েছি। বিএসএফের হিংস্র সদস্যরা এক ফোটা পানি দেয়নি। তোমরা বাংলাদেশের মানুষরা কি এতটুকু প্রতিবাদ করলে না! শেখ হাসিনার সরকার এতটুকু প্রতিবাদ করলো না। বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স একটা গুলিও করলো না। কাঁটাতারে ঝুলে থাকা আমিতো বাংলাদেশ।

দেশ না তোমাদের জননী?এই কি দেশের প্রতি তোমাদের দায়িত্ব? স্বরাষ্ট্র মন্ত্রী ম খা আলমগীর বলেছে, বিএসএফ নাকি আত্নরক্ষার্থে গুলি করে। আমি বিএসএফের কি করেছিলাম? জ্ঞানপাপী, চোখ থাকতে যে দেখে না, মারো সেই স্বরাষ্ট্র মন্ত্রীর চোখে লাল মরিচের গুড়া। তোমরা যদি আজ রাস্তায় না নামো, তোমাদেরকেও গুলিবিদ্ধ হয়ে লাশ হিসেবে ঝুলতে হবে সীমান্তের কাঁটাতারের বেড়ায়। কৃতজ্ঞতা ঃ অরুণ রহমান ভাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.