আমাদের কথা খুঁজে নিন

   

ও বৃষ্টি তোমারো কী দু:খ তত -- বাপ্পা মজুমদার (গান)

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

ঐ আকাশ তো জানে না কেন তার বুকে মেঘ থাকে বৃষ্টি হয়ে ঝরে আমার চোখে কান্নার দাগ ধুয়ে দিয়ে যাবে তো যাক এক এক ফোটা করে.............................. ও বৃষ্টি তোমারো কী দু:খ তত কান্নার জলে রং ধরে যত........................... ঐ আকাশ তো জানে না কেন তার বুকে মেঘ থাকে বৃষ্টি হয়ে ঝরে আমার চোখে কান্নার দাগ ধুয়ে দিয়ে যাবে তো যাক এক এক ফোটা করে.............................. বৃষ্টির মত চুয়িয়ে পরেছি তোমার কপোল বেয়ে সারারাত ভেসে গেছি তোমার চোখের জলে ও কাজোল কালো মেয়ে তোমার মেঘ কালো চুল নির্ঘুম চোখে পরিয়ে দেব লাল জবা ফুল ও বৃষ্টি তোমারো কী দু:খ তত কান্নার জলে রং ধরে যত........................... ঐ আকাশ তো জানে না কেন তার বুকে মেঘ থাকে বৃষ্টি হয়ে ঝরে আমার চোখে কান্নার দাগ ধুয়ে দিয়ে যাবে তো যাক এক এক ফোটা করে.............................. বাপ্পা মজুমদার এলবাম: রাত প্রহরী ডাউনলোড লিংক: Aai Akash http://download.music.com.bd/browse/B/Bappa Mazumder/Rath Prohori/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.