আমাদের কথা খুঁজে নিন

   

একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১২ (সুগন্ধি নোট - ২)



কেবল ইন্টারমিডিয়েটে ওঠা মফঃস্বলের একটা ছেলে, মেয়েদের দিকে যে চোখ তুলে পর্যন্ত চায় না, তাকে সেন্ট মাখানো নোট দিলো শহরের সব থেকে আলোচিত মেয়েটি। স্বাভাবিকভাবেই আমার মনে তখন তোলপাড়। বিষয়টি আমি কারো সাথে শেয়ারও করতে পারছি না। খুব অস্থির লেগেছে, তবে ভালোও লেগেছে। বিষয়টাকে আমি হজম করে ফেলেছিলাম।

কয়েকদিনের মধ্যে তার সাথে সম্পর্কটা সহজ হয়ে গেলো। এর একটা কারণ ছিল। আমি এক স্যারের কাছে ব্যাচে অংক পড়তাম। সেও আমাদের ব্যাচে যোগ দিলো। কলেজে ছাড়াও সেখানে দেখা হতো, কথা হতো।

তার দিকে না তাকিয়ে মাথা নীচু করে থাকাটা আর সম্ভব হলো না। আমাদের মধ্যে এর বেশী কিছু ছিল না। তবে তার সেই সুগন্ধি নোট, মাঝে মাঝে দেখা - এসব আমার জীবনে নতুন আবেশ এনে দিলো। যা দেখি, যা শুনি সবকিছুই ভালো লাগে। এতোদিনের পুরোনো চেনা পৃথিবী হঠাৎ করেই নতুন, রঙ্গীন ও স্বপ্নময় হয়ে উঠলো।

আমার জানালার সামনে একটা তরুন দেবদারু গাছ ছিল, বাতাশে তার হলদে পাতা ঘুরতে ঘুরতে মাটিতে এসে পড়তো, আমি মুগ্ধ হয়ে দেখতাম। বাতাবী লেবুর ফুল ফুটতো সম্ভবতঃ বসন্তের শেষ দিকে। তার তীব্র মিষ্টি গন্ধে চারিদিক যেন মাতাল করে তুলতো। আমাদের বাসার দক্ষিণ দিকটাতে বেশ খানিকটা খোলা যায়গা ছিল। বাড়ীন সীমানা দিয়ে নারকেল গাছ লাগানো ছিল।

চাদের আলো নারকেলের পাতার উপর পড়ে ঝিকমিক করতো, আমার মনে হতো, আমি যেন কোন রূপকথার রাজ্যে চলে গেছি। আমাদের মধ্যে কিছু না থাকলেও বন্ধুদের মধ্যে বিষয়টি আরও রঙ্গিন হয়ে ছড়িয়ে গেলো। জানি না কিভাবে। শিবিরের ভায়েরা অবশ্য এনিয়ে কিছু বলেনি। তবে বিপদে পড়লাম অন্য যায়গায়।

আমাদের এক বন্ধু ছিল ওহীদ, ছাত্র মৈত্রীর নেতা। তার পুরো বংশ ছিল আন্ডারগ্রাউন্ডের সাথে জড়িত। মেয়েটাকে সে উত্যক্ত করা শুরু করলো। আমাকে সে কিছু বলেনি। কিন্তু, বন্ধুদের কয়েকজনের মাধ্যমে হুমকী দিয়েছে।

ইন্টারমিডিয়েট পরীক্ষার পর একটা দুর্ঘটনা ঘটলো। ওহীদ দলবল নিয়ে মেয়েটাকে তার বাসা থেকে তুলে আনতে গিয়েছিল। চলবে .. [লেখার একটা নেশা পেয়ে বসেছে। নিজের কথা লিখতে কার না ভালো লাগে। বিশেষ করে তা যদি পড়ন্ত বয়সে হয়।

আমার একজন সহকর্মী ছিলেন। সরকারের একজন সাবেক অর্থসচিব। রিটায়ার করে আমাদের সাথে কাজ করতেন। তিনি বলতেন, বয়স যে বাড়ঝে তা বোঝার দুটো উপায় - বলার কথা থাকবে প্রচুর, শোনার লোক থাকবে কম এবং ড্রেসিং টেবিলে সাজ সজ্জার জিনিসের থেকে ওষুধের ডিব্বা বেড়ে যাবে। শতাধিক ব্লগার আমার কাহিনী পড়ছেন, অনেকে আবার সময় করে মন্তব্যও করছেন।

তাতে আমার লেখার আগ্রহটা বেড়ে যাচ্ছে। ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.