আমাদের কথা খুঁজে নিন

   

আমিই দায়ী, আমরাই দায়ী

সুখীমানুষ

তুমি বিশ্বাসঘাতিনী ছিলেনা আমি তোমাকে বানিয়েছি তুমি ছলনাময়ী ছিলেনা আমিই তোমাকে বানিয়েছি! তুমি তাহার ছিলে, সেও তোমার সহ্য হলোনা, জয়ের নেশায় তখন আমি আলেকজান্ডারকে হারিয়ে দিয়েছিলাম! সে তোমাকে নির্ভেজাল ভালোবাসতো তুমিও। সে তোমার জন্য পাহাড় ঠেলতো তুমিও করতে দুষ্টমি ছল। আমার সহ্য হলোনা!!! আমি ঐ ভালোবাসায় খুঁজতে থাকলাম ছিদ্র, পেলামনা! আমি তোমার জন্য পাহাড়ই শুধু ঠেললামনা তোমার জন্য চাঁদের বুক থেকে আনলাম মাটি সেই মাটি দিয়ে করে দিলাম কানের দুল। আমি তোমার কাছে হলাম মহৎ,উদার আরো অনেক অনেক কিছু। তুমি একটা সময় তুলনা শুরু করলে! আর এইইতো আমি চেয়েছিলাম!! সচতুর ভাবে বেশী ভালবেসেই তোমাকে আমি জয় করলাম। তোমার প্রেমিক মহাবীর আলেকজান্ডারকে হারায়ে দিলাম। তুমি আমার হলে, ভুলতে পারলেনা তোমার মহাবীরকে, আমি ভুলানোর জন্য আরো ভালবাসতে শুরু করলাম। ইদানিং তোমাকে আমার কাছে বড়াবাড়ি মনে হচ্ছে সন্দেহ হচ্ছে, আমাকে তারচেয়ে কম ভালোবাসছোকি! হয়ত কিয়ৎ দুর্ব্যাবহারও করছি! তুমি চিরকালই ক্লিওপেট্রা চির অসীম বুদ্ধির, চির অপ্রতিদ্বন্দ্বী সুন্দরী। কিন্তু আমরা হারি-জিতি আলেকজান্ডার। তোমার প্রতি আমার ভালোবাসার কমতি নেই, তবু হালকা একটু অবহেলার ছিদ্রান্বেশন করে অন্য কোন বীর এসে যদি আমাকে হারিয়ে দিয়ে তোমাকে জয় করে নেয়!!! আমি কোন মুখে তোমাকে বিশ্বসঘাতিনী বলবো? কোন মুখে বলবো তোমায় ছলনাময়ী!! আমিই দায়ী, আমরাই দায়ী!! ২৫-০৯-০৮, ঢাকা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।