আমাদের কথা খুঁজে নিন

   

সিপ্পি আসুয়াং মোরগের ঝুটি

::::: দেখবো এবার জগতটাকে :::::

বাংলাদেশের সবচাইতে উচু পর্বত কোনটা? কেওকারাডং এর খানা নাই আর। সাকা হাফলং মদক ময়ালের দিন চলতেছে। আজকে গুগল আর্থ দিয়ে সাকা হাফলং দেখতে চেষ্টা করলাম, আরি আজব তো, গুগল আর্থ দেখাচ্ছে সাকা হাফলং বাংলাদেশ মায়ানমার ইন্টারন্যাশনাল লাইনের কয়েকফুট ওপারে (মায়ানমারের ভিতরে)...অথচ ট্যাগ এ লিখা আছে সাকা হাফলং (৩৪৮৮ ফিট আবোভ সী লেভেল), দি হাইয়েস্ট পিক ইন বাংলাদেশ। সাধারনত ইন্টারন্যাশনাল বর্ডার লাইন তৈরি করে বড় কোন পর্বত কিংবা নদী বরাবর। বাংলাদেশ আর মায়ানমার সীমান্ত আসছে সাকা হাফলং (বম ভাষায় সাকা হাফলং মানে সুন্দর পাহাড়) রেঞ্জের রীজ বরাবর।

এই বছরের ২রা জানুয়ারী প্রথমবারের মত অফিসিয়ালী সার্থক অভিযানে সাকা হাফলং জয় করে নেচার ক্লাবের ট্রেকার রা...অনেক পত্রিকায় তাদের এডভেঞ্চারের কথা ছাপা হয়। বাংলাদেশ মায়ানমারের বর্ডারের ব্যাপারটা কেউ ক্লিয়ার জানলে আমাকে জানিয়েন। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চুড়া কেওকারাডং আবার কেউ বলে সিপ্পি আসুয়াং। কয়েকবন্ধু মিলে ঠিক করেছিলাম ঈদের পরে স্বর্গ পুরী বগালেক যাব। বিশাল একটা মৃত আগ্নেয়গীরি এখন একটা রহস্যময় লেক।

পথে কেওকারাডং। কিন্তু শেষ মুহুর্তে ডিসিশান নেয়া হলো আমরা জাচ্ছি সিপ্পি আসুয়াং। বম আর ম্রো রা থাকে সিপ্পি তে। বম দের ভাষায় সিপ্পি আসুয়াং মানে মোরগের ঝুটি। খুব বেশি টিম সিপ্পি গেছে এমন নয়।

খাড়া একটা পর্বত চুড়া। দূর হতে দেখতে মোরগের ঝুটির মত লাগে। বর্ষা এখনো পুরোপুরী যায় নাই। জোক, পাহাড়ি ঢল, এবং সন্ত্রাসী গ্রুপগুলো আর বাংলাদেশ আর্মির বদারেশন। সবচে বড় বাধা অবশ্য সিপ্পির কোন রাস্তা নাই।

দীর্ঘ একটা ট্রেইল ধরে একটানা হাটতে হবে। খাবার দাবার পাওয়ার আশাও কম। বাঁশ বনে ভর্তি সিপ্পিতে জঙ্গল কেটে রাস্তা করে ঢুকতে হয়। সুস্থ দেহে সফল অভিযান হলে হয়তো ব্লগে শেয়ার করতে পারবো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।