আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমার ঘোড়া



এক ছুটন্ত তেজী ঘোড়া শুধু দাপিয়ে বেড়ায় তার তেজস্ক্রিয় নিঃশ্বাসের লু এসে লাগে নাকে মুখে তার খুরধ্বনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি দারূন ঘোড়দৌড়ের অভিঘাতে ঘুম ভাঙে অথচ সাওয়ারতো দূরের কথা তার নাগালই পাই না কখনও, তবু বেশ টের পাই চোখ থেকে কচলে ঘুম ওঠাতে ওঠাতে খুরধ্বনি আমাকে কেন্দ্র রেখেই পরিধি বাড়ায়... সব কিছু ম্রিয়মান হয়ে গেলে- সিনেমার ঘোড়াগুলোর কথা মনে হয় -ওরা রেলগাড়ি ধাওয়া করে নায়ককে পৌঁছে দেয় নায়িকার কামরায়... আমার ঘোড়াটি কি তবে সিনেমায় চলে গেলো! কিন্তু তা কি করে হয়, আমার মাথায়তো এখনো ছুটন্ত খুড়ের আঘাতে ধুলার ঝড় বইছে.... তবে কী খুলির ভেতর শ্যুটিং ইউনিট তবে কী খুলির ভেতর গান পাউডার মারমার কাটকাট তবে কী খুলির ভেতর রেলগাড়ি ধাওয়া করে ফেরা তবে কী খুলির ভেতর নায়ক নায়িকা ক্রন্দন তবে কী খুলির ভেতর ভিলেনের অট্টহাসি তবে কী খুলির ভেতর একটা ঘোড়দৌড়ের মাঠ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.