আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমার ফেসবুকীয় নাম

দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!

বিচিত্র প্রকার নাম দিতে আমাদের বাংলা ছিঃনেমার জুড়ি মেলা ভার। কিছু কিছু সিনেমার নাম দেখেই আনন্দ লাভ করা যায় সিনেমা দেখার দরকার পরে না। তেমনি ফেসবুকের প্রচলিত শব্দ,কার্যাবলী দিয়ে যদি বাংলা সিনেমার নাম দেওয়া হয় দেখে নিই কেমন হবে তাঃ ১) আমার ওয়াল আমার সম্পত্তি ২) লাইক মারিসনি ক্যান? ৩) গ্রুপ বড় না পেইজ বড়? ৪) সে আমার ফেসবুক ফ্রেন্ড ৫) গোলাপী এখন ফেসবুকে ৬) বাবা কেন ফ্রেন্ড লিস্টে? ৭) ফেসবুকে আমার স্ট্যাটাস নাই ৮) ফেসবুক হ্যাকারের প্রেম ৯) স্ট্যাটাস নাম্বার টু ১০) আবার তোরা এ্যাকাউন্ট খুল ১১) চল না চ্যাট করি ব্লগারগন দের কাছ থেকে পাওয়া ১২)রিকোয়েস্ট দিয়া খাইছি ধরা ১৩)এড করে করেছো ধন্য ১৪)রিপোর্ট কইরা দিমু কিন্তু ১৫) স্ট্যাটাস- বাথরুম থেকে বেডরুম ১৬) বন্ধু দ্য ফ্রেন্ড ১৭) ফেইস বুক তোমার আমার ১৮)কোটি টাকার অ্যাকাউন্ট ১৯)আইডি দিবি কিনা বল ২০)লাইক দিলাম, পারলে ঠেকা (লাইক) ২১) কৃষকের ছেলে (ফার্মভিলে) ২২)যখন দেখা হল - দি ফেইসবুক! এইরকম কিছু মাথায় আসছিল, যার মাথায় যা যা আসছে শেয়ার করেন,লিস্টে যোগ করব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.