আমাদের কথা খুঁজে নিন

   

সমালোচনা এবং আমি

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

আমি মরে গেলে তোমরা আমাকে কবর দিওনা । শরীর হতে চামড়া ছড়িয়ে দিয়ে এসো হাসিনার সদনে দেয়ালে ঝুলিয়ে র্গববোধ করে বহিবিশ্বের অতিথিদের দেখিয়ে বলবে এ হলো মানুষের চামড়া । এবড়ো থেবড়ো করে মাংস খুলে দিয়ে এসো খালেদার ভবনে পারফিউম বানিয়ে গায়ে মেখে পরিকল্পনা করবে অসুস্থ আগামীর,সুগন্ধ ছড়িয়ে বলবে, কাঁচামাল মানুষের গোসতো । জমাটবাধা রক্ত দিও অহত খতবিক্ষত এরশাদের কাছে বুক ফুলিয়ে কোন রুপসির কাছে পাঠিয়ে দেবে পুরুষত্বের পরিচয়, আনন্দের সাথে বলবে, ছোট্ট উপঞার মানুষের রক্ত ।

নাড়িভুড়ি পাঠিয়ে দিতে ভুল করোনা নিজামির দরজায় স্বাধীনতাকে আরেকবার নিজের অধিনে নিয়ে আসতে পারবে নিজের দরজায়,চোখে হাসি নিয়ে বলবে । এতো আমারই ভাই । র্হাট পাঠিয়ে আমাকে ধোন্য করো,তা হবে তাসলিমা অবহেলায় এই মানুষটি অনেকদিন নি:শ্বাষ নেয়না প্রানভরে,ভালোবেসেই প্রতিনিয়ত সোহাগকে বহুদুরে ঠেলে দিয়ে নিজের পৃথিবীতেই পরবাসী । কঙ্কাল অবশ্যই থাকবে আমার মায়ের কাছে মাকড়সা জাল বুনলে তা পরিস্কার করবে গভীর মমতায় বাতাসে ময়লা পড়লে তা মুছবে নয়নের জলে । এ আমার র্নিদয় আকুতি - মরে গেলে তোমরা আমাকে কবর দিও না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।