আমাদের কথা খুঁজে নিন

   

অফিসে বসে আছি

সাধারণ মানুষ

অফিসে এসে বসে আছি। কাজ শুরু হবে ১১ টায়। আমি ভাবছিলাম ১০:৩০ এর দিকে রওনা দিব, ১১ টায় পৌঁছাব। দেখা গেল আমাকে নিতে গাড়ি চলে আসছে সাড়ে আটটার সময় যে আনতে গেছে সে আবার আমার বাসা চেনে না। (চেনার কারণও নাই।

আমার বাসাতো আর ***ভবন বা **সদন না। আমি ডিপজলও না আবার মৌসুমীও না। আমার বাসার ছবি তাই পেপার পত্রিকা বা টিভি চ্যানেলের নিউজেও আসে নাই) যাইহোক, ড্রাইভার আমাকে ফোন করে বলল, যে সে ডানে গিয়ে ডানে গেছে। আমি বারান্দায় দাড়িয়ে ছিলাম। আমি বলি, খাইছে কি করছেন! আমি তো আপনাকে ডানে গিয়ে বামে যাইতে বলছিলাম।

ঠিকাছে আপনি আবার ব্যাক করেন। (Ctrl+z মারেন আরকি) তখন আবিষ্কার করলাম আমার সামনে একটা মাইক্রোবাস ব্যাকগিয়ারে চলছে। আমি বললাম, আপনি একটু দাঁড়ান। তখনই দেখলাম, মাইক্রোবাসটা থেমে গেল। (আহারে, এমন কইরা যদি রাস্তার সব গাড়ি ঘোড়া আমার ভয়েস কমান্ডে চলত ! ) তখন বুঝতে পারলাম, উনি আসলে আমার বাসার সামনেই ছিলেন।

যাই হোক, তাড়াতাড়ি করে মুখে দুইটা ভাত গুঁজে (আসলে দুইটা না, ভাত তো কয়েক হাজার খাইছি) রওনা দিলাম। দিয়া ভাবছিলাম, ভোর রাতে খাবার জন্য কি কেনা যায়? এক কলিগের কাছে শুনে নিয়েছিলাম, গুলশানের শর্মা হাউজের লোকেশন। কপাল মন্দ ( বা চোখ দুইটাই মন্দ ) খুজে পেলাম না। যাই হোক, ড্রাইভার সাহেবকে বললাম, একটু ঘুরে যান। (যাতে করে CFC পথে পড়ে)।

যাক, California Fried Chicken এ নেমে Beef Buger আর Diet Pepsi র আদেশ দিলাম। (মানে অর্ডার দিলাম)। এরা দেখি আমি বলার পর রান্না করা শুরু করল। তাও ভাল যে, এরা পাউরুটি আর পেপসি আগে থেকে এনে রাখছে। পাউরুটি এখন বানাতে বসলে আর পেপসি আনতে গেলে তো আমার খবর হয়ে যেত।

যাই হোক, মুরগীর (!) মত কিছুক্ষণ হাঁটাহাটি করলাম দোকানের মধ্যে। টাকা আগেই দিয়ে দিয়েছিলাম, প্যাকেট হাতে পেয়ে দৌড় দিয়ে গাড়িতে উঠে অফিসে রওনা দিলাম। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম, প্যাকেট কেমন জানি হালকা লাগতেছে? বিষয় কি? আরে, ওজন তো দেখি আধা কেজিরও কম। এইটা যদি বার্গার হয় তাইলে Pepsi গেল কই? আর, এইটা যদি Pepsi হয় তাইলে বার্গার গেল কই? ব্যাগ হাতড়ে দেখি Pepsi নাই। ড্রাইভার সাহেবকে বললাম, একটু ব্যাক করেন ভাই।

(উনি নিশ্চয়ই আমার উপর চেতেছেন খুব পরিমাণে ) যাই হোক, তাদের কাছে আমার দাবি পেশ করা মাত্র তারা সরি টরি বলে একটা Diet Pepsi ধরিয়ে দিল। আমিও খুশি মনে অফিসে চলে আসলাম। (এই বেহুদা কথা বার্তা লেখা শুরু করেছিলাম ১১টার আগে, পোস্ট করতে করতে দেরি হয়ে গেছে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।