আমাদের কথা খুঁজে নিন

   

-অফিসে আজ সারাদিন একা-



আজ সারাদিন অফিসে একা। প্রতি শুক্রুবারেই আমার অফিস থাকে এবং যথারীতি একাই থাকি। বস আসলেও আসেন 5টার পরে। একা একা কতক্ষন ভাল লাগে! আগে তাও ইয়াহু চ্যাট রুমে ঢোকা যেত, ভাল না লাগলে একটু ঢুঁ মারতাম চ্যাট রুমে, এখন তাও যায়না। ফোনের পর ফোন, একদন্ড স্থির হয়ে বসা যায়না ফোনের জন্য পিসি-টা দুইদিন আগে ভাইরাসের কারণে নষ্ট হয়ে গিয়েছিল, নতুনভাবে ইনস্টল করলে আমার সব ফন্ট মুছে যায়, তাই বসে বসে কিছুক্ষন dafont.com থেকে ফন্ট নামালাম।

তাও ভাল লাগছিল না, দুইটা গেম নামালাম, ইনস্টল করে যেই রান করেছি ওমনি জুনিয়র দুইজন পিছনে এসে হাজির। বাধ্য হয়ে বন্ধ করে দিলাম। আজকে নামজ পড়তে যেতেও দেরী হয়ে গিয়েছিল, আমার এক কলিগের বোনের বিবাহের ছবি তার ভাইয়ের নিকট মেইল করতে হবে, attach দিয়েছি তো চলছেই বস ফোন করে বলল, তার মোবাইল বিল কত হয়েছে, বললাম, তার মোবাইলে কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে জানতে চাইলে কিছুক্ষন ব্যস্ত সময় কাটালাম। personal হলেও হাজার হোক বস তো! এবার একটি মেয়ের ফোন আসল, কি ব্যপার, একটি প্রাইভেট ব্যাংকে চাকরী করে, ক্রেডিট কার্ড করব কিনা জানতে চাই, আগেও বলেছি ক্রেডিট কার্ড করার বিন্দুমাত্র ইচ্ছা নাই। তারপরেও ফোন করে।

এই কিছুক্ষন আগে একটি অঘটন ঘটে গেল ভাগ্যিস অফিস সময়ের মতন তেমন ক্লায়েন্ট এবং লোকজন না থাকায় এ যাত্রায় রক্ষা। আমার এক উপরের বস তিনি কম্পিউটারের তেমন কিছু জানেনা তারপরেও আমার চেয়ারে বসে বেশ কিছুক্ষন ধরে কি জানি করছিলেন আমি দূর থেকে দেখছিলাম, কিছু software -এর crack ফোলডার নামাচ্ছিলাম, তাই ইন্টারনেটে সাইটটি ওপেন করা ছিল, তিনি কি থেকে কি চাপ দিয়েছেন তো ওমনি এমন এক সাইট ওপেন হল, যা মান ইজ্জত রাখা দায়। যাই হোক তাড়াতাড়ি এসে েেসাজা রিস্টার্ট বাটন চাপ দিলামন। আমার স্যার তখন বলছেন "ও তাহলে তোমরা এই কর !" আমি তো শুনে থ, কি বলব, মাথতে কিছুই আসছেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।