আমাদের কথা খুঁজে নিন

   

আশাহত যাত্রা..!(১)



বিবাগী বিধ্বস্ত ঘর জানালার পাশে নিঃসঙ্গ এক কোন একটি ছবি ঝুলছে একাকিনী... কোন কারন ছাড়াই! আমি জানিও না আমার জানবার কথাও নয় আমি খুঁজতেও চাইনা পরাজিত স্মৃতি... রক্তক্ষরণ হতেই হবে এমন কোন কথা নেই; যাযাবর দুরপথই সঙ্গী আমার এ এক অনন্ত যাত্রা... ফেরারী যাত্রা! এখানে তোমার ফিরে আসবার কথা নয়। একশত চুয়াল্লিশ ধারা জারি করেছে আহত হৃদয়... নিঃসংলাপ, এতেই যেন অদ্ভূত প্রশান্তি! বিচ্ছিন্নতা, কোন কিছুই আশা না করা! নির্বাসন, অভিলাষী মনের সান্ত্বনা! বাইরে রিমঝিম বৃষ্টি ঝড়ছে অবিরাম যেন বুকের জমা ক্ষতগুলো আজ শুকিয়ে যাবে! নতুন করে বেঁচে উঠবো আবার নষ্ট অতীতের সাথে যুদ্ধ করে... জীবনের অভিধানে ‘পরাজয়’ একটা শব্দ আছে! কুয়াশাচ্ছন্ন আগত পথ জ্বালা করছে অন্ধ দু’চোখ... আমি কিছুই দেখতে পারছিনা, আমাকে কিছুই দেখতে হচ্ছেনা... অন্ধকার স্বরণির দিকে হেটে চলছি ফিরে আসবার কোন কারণই নেই......! সেপ্টেম্বর ১১, ২০০৮ দুপুর ১১-৪৩ মিঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।