আমাদের কথা খুঁজে নিন

   

আশাহত পেলো, সামান্য আশার আলো



নিজের মতামত প্রকাশের জন্য আমি মনে করি সবার প্রিয় একটি সাইট হলো সামু ব্লগ। এখানে অনেক বিষয় নিয়ে হয়তো অনেকের মাঝে মতপার্থক্য দেখা দেয়। কিন্তু দিনশেষে সবাই বলবে সামুই আমার প্রিয়। আজি হতে ৮ মাস ৬ দিবস পূর্বে এই অধম অনেক উত্তমের সাথে সানিদ্ধ্য লাভের আশায় সামুতে নিজের জন্য একটি একাউন্ট ওপেন করে অনেক আনন্দিত হয়েছিল। কিন্তু সামুর মড়ুরা হইতো আমার আনন্দের দরুন, নিজেরা ঘোস্সা করে ফেলছে।

তাই ৮ মাস ৬ দিন যাবত আমাকে বিনা বিচারে কারারুদ্ধ (ওয়াচ) করে রেখেছে। আর আমার বিচার বিহীন এই কারাবাসের দরুন আমার নিজের আনন্দ এত দিন দীর্ঘায়িত করতে না পেরে, নিজের উপর ত্যাক্ত বিরক্ত হয়ে সামু ছেড়ে যাওয়ার উপত্রম হলে, সামুর মড়ু আমার বিচার কার্য শুরু করেছে। মানে আমাকে (জেনারেল) বানিয়েছে। এখন তাকিয়ে আছি আমার বিচার কার্যের রায়ের উপর, আমাকে কি ফাঁসি (ব্লক), নাকি বেখসুর খালাস (সেইফ) দেয়া হয় সেটার দিকে। ভাই আপনারা ও দোয়া করবেন।

যেন আমি কোন কলঙ্কে কলঙ্কিত না হয়ে বেখসুর খালাস (সেইফ) হিসেবে মুক্তি পাই । আল্লাহ ভরসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।