আমাদের কথা খুঁজে নিন

   

সেবা কালচার

ছোট্ট একটি স্বপ্ন; হয়তো আকাশ ছোঁবে একদিন...

প্রতিদিনই আমার সেবা নিচ্ছি। সেবা নিতে নিতে ক্লান্ত বিষন্ন বিপন্ন হয়ে পড়ছি । আর সেবাদাতারা সেবা সরবরাহের জন্য উঠেপড়ে লেগেছে। মাইকজুড়ে সেবার ঘটরঘটর। টেলিভিশনে সেবার মাংসল উপস্থাপন।

সংবাদপত্রের কালো অক্ষর জুড়ে সেবার ছড়াছড়ি। কী আশ্চর্য, তাই না !? যে দেশে প্রতিনিয়ত মানুষ ভুলে যাচ্ছে মানুষের মুখ; সে দেশে ব্যবসায়ীরা আমাদের সেবা করে বেড়াচ্ছে । ব্যাপারটা কি গোলমেলে লাগছে? ভেবে দেখুন; আপনাদের সর্বোত্তম সেবায় নিয়োজিত বাক্যটি আজকাল হাসপাতালের নামফলক থেকে শুরু করে মিডিয়ার শ্লোগান হয়ে উঠছে। সেবার আভিধানিক অর্থ যত্ন বা শুশ্রুষা কথাটি মনে করে খুশি হবার কোনো কারণ নাই। আপনি যদি টাকা দেন; তবেই সেবা পাবেন।

নইলে নয়। আমরা টাকা দিচ্ছি বিনিময়ে তথাকথিত সেবাদাতারা আমাদের হাতে দ্রব্য তুলে দিচ্ছে। আমার টাকা দিয়ে তাদের উৎপাদিত দ্রব্য কিনছি। এটা সেবা হতে পারে না। ব্যাটা তোরা বাণিজ্য করবি মুনাফা বানাবি ; তো সন্ত সাজার দরকারটা কি ! আপনি চিকিৎসা করাতে যান, বেসরকারী হাসপাতালগুলো আপনাকে সেবা দেবার জন্য দৌড়ে আসবে, তবে তা অবশ্যই টাকার বিনিময়ে।

তাদের এই কাজকে যদি আমার সেবা বলি তবে নাইটিংগেলের কাজ কে আমরা কী বলবো, কিংবা মাদার তেরেসা? অপেক্ষা করুন; এরপর হয়তো আপনার কাছে টাকার বিনিময়ে øেহ-ভালোবাসা-মানবিকতা বিক্রির ধান্দা করা হবে। হয়তো দেশজুড়ে শোনা যাবে ভালোবাসা বিক্রির আনুষ্ঠানিক বিজ্ঞাপন। শামীম হাসান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.