আমাদের কথা খুঁজে নিন

   

এক ফেরারী’র প্রত্যাবর্তন

মানুষ, নারী ও প্রকৃতি সবই নশ্বর। আর আছেন আমার ঈশ্বর, যিনি অবিনশ্বর।

এক ফেরারী’র প্রত্যাবর্তন আমার লাল সবুজের গর্বিত পতাকা আজ- আদালতের গরাদে মাথা ঠুঁকে মরে। আমার পবিত্র সংবিধান নানা জ্ঞানীর নানা ব্যাখ্যায় অবনত লজ্জার ভারে। আমার স্বাধীনতা দুর্নীতির পঙ্কিলতায়- স্তম্ভিত, বিড়ম্বিত, পদে পদে ক্ষত বিক্ষত।

আমার এক জাতীয়তা টানাপোড়েনের দৌরাত্মে- বিভ্রান্ত, বিষন্ন, বিহ্বল, দ্বিখন্ডিত। আমার আদর্শ গণতন্ত্র অসহিষ্ণুতার বিষ-বাষ্পে বিচলিত, বিব্রত, ক্ষণে ক্ষণে বিদগ্ধ- আমার মাতৃভূমি কলঙ্ক কালিমায়- শঙ্কিত, আড়ষ্ঠ, মলিন, স্তব্ধ। আমার বীর শহীদের আত্মা অহর্নিশি যন্ত্রণায় জ্বলে পুড়ে ছারখার- আমার শহীদ মিনার সইতে পারেনা আর নীরব ব্যথার অশ্রুভার। আমি বেঈমান- আমি আমার পরিচয়বাহী পতাকাকে ছিঁড়েছি আপনার হাতে, আমি বেঈমান- আমি ন্যায়ের আশ্রয়দাতা আদালতকে করেছি কলুষিত দুই হাতে। আমি বেঈমান- আমি পবিত্র সংবিধানকে করেছি আমার স্বার্থের হাতিয়ার, আমি বেঈমান- আমি এক জাতীয়তাকে দুই ভাগ করেছি বারবার।

আমি বেঈমান- আমি মহান শহীদের আত্মত্যাগকে করেছি লাঞ্ছিত, আমি বেঈমান- আমি সাম্যের বাণীবাহী গণতন্ত্রকে করেছি অশান্ত। আমি বেঈমান- আমি অমূল্য স্বাধীনতাকে করেছি হেয়, কদর্য, ম্লান- আমি বেঈমান- আমি গর্বিত মাতৃভূমিকে করেছি চূড়ান্ত অপমান। আমার স্বত্ত্বায় নেই আজ একাত্তরের অস্তিত্ব- ভিন্ন স্বত্ত্বা এক রাহুগ্রাসে জর্জরিত। ধৈর্য নেই, সহ্য নেই, সততা নেই, নেই দেশাত্মবোধ- আমি সন্ত্রাসী, আত্মহন্তা, ফেরারী- আমায় করো কেউ রোধ! এ পবিত্র মটিতে জন্ম আমার- কোন ক্ষমতায় করবো অস্বীকার? তাই ফেরারী আমাকে ফিরতেই হবে- আমার এ স্বত্ত্বার মৃত্যু নিশ্চয়ই হবে। আমার আহত মাতৃভূমির কাছে-- আমার যে বহু ঋণ আছে! হে আমার মাতৃভূমি---- বুকের পাঁজর ভেঙ্গে গুমরে কেঁদোনা আর তুমি, আমি ফিরবোই আমার এ স্বত্ত্বা ভুলে, কোন এক নতুন যুগের স্বর্ণ-কপাট খুলে।

শুধু তোমার দুপায়ে রবে একটি নিবেদন- সস্নেহে মুছে দিও এ অপরাধীর বিবেক দংশন। ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর ভুলে বুকের বেদন, তোমার দু’পায়ে রাখি শুধু একটি নিবেদন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।