আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়া কি এমন লিখেছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস পত্রিকার অনলাইন সংস্করণে ? আসুন পড়ে দেখি

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন খালেদা জিয়া কি এমন লিখেছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস পত্রিকার অনলাইন সংস্করণে ? আসুন পড়ে দেখি , কেন আওয়ামী লীগ এটা নিয়ে তোলপাড় করছে । .................. পুরোটা পড়ে আমার মনে হয়েছে যে যুদ্ধাপরাধী দের সমর্থনে খালেদার কথা গুলো ছাড়া আর সব ঠিক আছে।

খালেদা জিয়া এক জায়গায় লিখেছেন - এখন যদি একটি মাত্র পরিবার বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে তবে তা পুরো অঞ্চলের জন্যই একটি বড় ধরণের ছন্দপতন। ............এ জন্য কি আওামিলীগের গা জ্বালা নাকি ? কে জানে । আর আওয়ামীলীগ যে বলছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির সুবিধা খালেদা বাতিল করে দিতে বলেছে , তা মোটেই ঠিক না । তিনি বলেছেন - " বিবেচনা করুন খুন হওয়া শ্রমিক অধিকার নেতা আমিনুল ইসলামের পরিবারের কথা, যার হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাণিজ্য সুবিধা বাতিলের দাবি করছে এএফএল-সিআইও (আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অরগানাইজেশন) । তাদের অবশ্যই শেখ হাসিনার কাছে ব্যাখ্যা চাইতে হবে এবং তাকে জানিয়ে দিতে হবে, যারা শ্রমিক অধিকার সমর্থন করেন ও প্রধানমন্ত্রীর বিপরীত রাজনৈতিক মতবাদ বিশ্বাস করেন তাদের বাক স্বাধীনতা হরণ করলে বাণিজ্য খাতে অগ্রাধিকারের যে সুবিধা আছে তা বাতিল করা হবে।

" আসলে পৃথিবী জেনে যাচ্ছে তত্ত্বাবধায়ক নিয়ে সরকারের গড়িমসির কথা , তাইতো আওামিলীগের গা জ্বালা । বিস্তারিত পড়ুন ঃ View this link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.