আমাদের কথা খুঁজে নিন

   

★মুভি গাইড★ ১৭টি মুভির রেটিং/রিভিউ লাইন (ইংলিশ+হিন্দি)

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

মুভি গাইড: কি দেখবেন বা দেখা উচিত, কি দেখবেন না বা বর্জনীয় মুভি গাইড আপনাকে সঠিক মুভি নির্বাচন করতে সহায়তা করবে এবং ভুল মুভি দেখে সময় নষ্ট করা থেকে বিরত রাখবে। আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন মুভিটি দেখবেন বা দেখা উচিত ও কোন মুভিটি দেখবেন না বা বর্জনীয়। কোন মুভিটির ডিভিডি কিনবেন বা কোনটি না কিনে পয়সা ও সময় বাঁচাবেন তা নির্ধারণ করতে আমার মুভি রেটিং আপনাকে সহায়তা করবে। এই পর্বে ২০০৮ সালের আগস্ট মাসে দেখা মুভিগুলো থেকে রেটিং দিলাম, সঙ্গে রিভিউ লাইন। ইংলিশ মুভি তো আছেই, হিন্দি মুভিও থাকছে।

নতুন মুভির পাশাপাশি কিছু পুরনো মুভিও আছে, কয়েকটি আবার পুনরায় দেখা। প্রথমেই আমার রেটিং ভাষাটা একটু জেনে নিন: ৫/৫- মাস্টারপিস/ক্লাসিক/মাস্ট সি ৪.৫/৫ - প্রায় ক্লাসিক/ডোন্ট মিস ৪/৫- অসাধারণ/খুব ভালো/দেখা উচিত ৩.৫/৫- যথেষ্ট ভালো/দেখলে ভালো হয় ৩/৫- ভালো/আরও ভালো হতে পারতো/দেখতে পারেন ২.৫/৫- গতানুগতিক/হতাশাজনক/না দেখলেও চলবে ২/৫- দুর্বল/না দেখাই ভালো ১.৫/৫- ফালতু/দেখার প্রশ্নই আসে না ১/৫- বাজে/অখাদ্য/আবর্জনা ০.৫/৫- কুৎসিত/ষাঁড়ের গোবর ০/৫- ডিরেক্টর, কাস্ট-ক্রু, প্রডিউসার সবাইকে ফাঁসিতে ঝুলানো দরকার! এবার দেখা যাক কোন মুভির কি অবস্থান: ::ইংলিশ:: দি ব্যাংক জব: ৪/৫ সত্য ঘটনা নির্ভর মুভির মধ্যে অন্যতম। চমৎকার। 21: ৪/৫ আরো একটি সত্য ঘটনা নির্ভর মুভি। এন্টারটেইনিং।

সুইনি টড: ৫/৫ গ্রেট ডিরেক্টর টিম বার্টনের গ্রেট মুভি। বডি ল্যাঙ্গুয়িজে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের কিছুটা ছাপ নিয়েও ব্রিলিয়ান্ট জনি ডেপ। দারুণ মিউজিক। মি. বিন’স হলিডে: ৩/৫ মি. বিন/রোয়ান এটকিনসন এখনও ইয়াং। অতিমাত্রায় না হলে হাস্যরসাত্নক।

Saw IV: ১/৫ সাইকো মুভি। ওভার ভায়োলেন্স। ওয়ান্টেড: ৩/৫ দুর্বল গল্প। কিন্তু অ্যাকশন/ইস্পেশাল ইফেক্টস উপভোগ্য। ব্রিজ টু ট্যারাবেথিয়া: ৩.৫/৫ শিশু-কিশোরদের জন্য দারুণ উপযোগী।

অভিনয় পারফরমেন্স বেশ ভালো। আই এম লেজেন্ড: ৩.৫/৫ উইল স্মিথের মুভি। স্ক্রিপ্টে কিছু দুর্বলতা সত্ত্বেও মুভিটি ভালোই। থ্যাঙ্কস ইস্পেশাল ইফেক্টস। থ্যাঙ্কস সাউন্ড এডিটিং।

আমেরিকান গ্যাংস্টার: ৪/৫ সত্যিকার গ্যাংস্টারের কাহিনী। দীর্ঘ কিন্তু কৌতুহলউদ্দীপক। গ্রেট জব। ড্যাফিনিটলি, মেবি: ৪/৫ চমৎকার রোমান্টিক মুভি। আমেরিকান স্টাইল।

আছে পাজল। এন্ডিংয়ে চমক! দি ডার্ক নাইট: ? রেটিং দেখুন, সম্পূর্ণ রিভিউ পড়ুন এখানে: Click This Link ::হিন্দি:: রেস: ৩/৫ আব্বাস-মাস্তানের মুভি। সারপ্রাইজ, অ্যাকশন, ধোঁকাবাজির খেলা। ভুল ভুলাইয়া: ২/৫ ভুলে যাওয়াই ভালো। তবে অঞ্জলিকা মূর্তিতে সপ্রতিভ বিদ্যা বালান।

তারে জামিন পার: ৫/৫ আমির খানের ‘আমির’ মুভি। শাবাস দারশিল! শাবাস আমির! ক্যাশ: ২/৫ ভালো একটি প্লটের অকালপ্রয়াণ। ডিরেক্টর নিন্দাবাদ। মাই নেম ইজ এন্থনি গনজালবস: ২/৫ সো হোয়াট? অবশ্য অমৃতা রাওয়ের এক্সপ্রেশন ভালো। ধোঁকা: ৩/৫ গুড স্টাফ।

আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ভালো ভালো মুভি দেখবেন। হ্যাপি মুভি টাইম! I Love Movies! http://moviecriticblog.wordpress.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.