আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় শিলং চেম্বার কয়্যারের সঙ্গীত পরিবেশনা

সঙ্গীত প্রেমীদের জন্য অন্যরকম এক সঙ্গীত সন্ধ্যা উপহার দিল শিলং চেম্বার কয়্যার। শুক্রবার রিভ্যাম্প ধারার এক অনন্য সঙ্গীত পরিবেশন করে দলটি। বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজন করে ‘গ্রান্ড মিউজিক্যাল কনসার্ট’ নামক অনুষ্ঠানের। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং কেন্দ্রিক গানের দল শিলং চেম্বার কয়্যার এতে দুই ঘণ্টা ব্যপি সঙ্গীত পরিবেশন করে।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুক্রবার সন্ধা ৭টায় শুরু হয় অনুষ্ঠানটি।

১৫ জন শিল্পী এবং ১০ জন যন্ত্রশিল্পীর দলটি তাদের পরিবেশনা শুরু করে হিন্দী গান ‘তু আশিকী হ্যায়’ দিয়ে। মেলোডি ধারার হিন্দি গান দিয়ে শুরু করার পর ধীরে ধীরে দক্ষিণ ভারতের চলচ্চিত্রের গান এবং শেষে বাংলা গানও পরিবেশন করে তারা। গানের ফাঁকে ফাঁকে উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলেন শিলং চেম্বার কয়্যারের প্রতিষ্ঠাতা এবং দলের সমন্বয়ক নিল নংরি। তিনি বলেন, ‘আমাদের এ প্রয়াস হচ্ছে বন্ধুত্ব, শান্তি-সংহতি ও সহাবস্থানের জন্য। মিলনায়তন ভর্তি দর্শক দেখে এখানকার মানুষদের খুব আপন লাগছে।

তবে দর্শকের জন্য উপরি পাওনা ছিল শিলং চেম্বার কয়্যারের কণ্ঠের বাংলা গান। রবীন্দ্রনাথের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’। এবং ‘বাঁশি শুনে আর কাজ নাই’ গান দুটি ছিল উপস্থিত দর্শকের জন্য উপভোগ্য। শিলং চেম্বার কয়্যারের এই কনসার্টে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা সহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। এদিকে ৮ সেপ্টেম্বর সিলেটে মিলনায়তনেও সঙ্গীত পরিবেশন করবে শিলং চেম্বার কয়্যার।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।