আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য রূপ সত্য রূপে

পৃথিবীর স্বঘোষিত সৃষ্টির সেরা মানুষ শোন, মাঝে মাঝে তোমাদের কান্ড কারখানা দেখে, স্বয়ং ঈশ্বর পর্যন্ত তাজ্জব বনে যান ! বৃক্ষের কাছ থেকে শুধুমাত্র দমের রসদটুকু ছাড়াও, আরও কত কিছুই না তোমার নেওয়ার ছিল? না ফলবান বৃক্ষের ঔদার্য, না ফুলবতী লতার আকাঙ্ক্ষা, না শতবর্ষী বটের প্রজ্ঞা, না রক্তে গাঁথা ফসলের স্বাধীনতা, তুমি বৃক্ষের কাছ থেকে চাইলে অপ্রয়োজনীয় প্রয়োজন! মিলনের শয্যা, দুয়ারের খিরকি, বসার পিড়ে আরও কত কি? অথচ তোমাদেরই একজন ওই সিদ্ধার্থের মত, তোমরাও যদি ঝরা পাতার গানে ধ্যানে মগ্ন হতে, তাহলে তোমরাও পেতে পৃথিবীর গহীন গভীরের খোঁজ। যদি তোমরা অরণ্যের কাছে চুপটি বসে, দিবানিশির বুনো সঙ্গীত স্বরলিপিতে তুলতে পারতে, তবে তোমরাও শিখে যেতে তোমাদের সমাজ নির্মানের, আদিম সবুজ সুত্রগুলো, যা তোমরা অগোচরে পুড়িয়ে ফেলেছ;- সেই প্রথম গুহামানবের আগুন জ্বালানোর দিন হতে। সমুদ্রের কাছ থেকে শুধু লবনের সম্পর্ক করে লাভ কি? যা তোমার চোখের জলেও অবিরল বিদ্যমান? ঝিনুক চিরে মুক্ত না লুটে যদি উপাসনা করতে ঢেউয়ের, জোয়ার ভাটার আরোহণ অবরোহনের তানে, তোমারাও পেয়ে যেতে হদিস আদিম প্রানের । আকাশের সাথে শধু সুনীল সম্পর্ক পাতিয়ে, শেষমেশ কোন একদিন ঠিকই ঠকে যেতে হয়। ঝরে পড়া তিল তিল বিষাদের বিষে আত্মা নীল হয়ে যায়না, এমন মানুষ তো কভু নিঃশ্বাস নেয়নি এই আকাশের নিচে! আর বৃষ্টির জন্য আকাশের বন্দনা তো প্রকারান্তে;- মেঘেদের অপমান! ফুল ফোটানোর সম্মান তো কেবল, গাছেদেরকেই পেতে দেখি, কে কবে ফুল ভালবেসে মাটিতে প্রনাম ঠুকলো ! যদি তোমরা আকাশের কাছ থেকে প্রতিদিন নতুন রঙে, নতুন আলোয় সাজতে শিখতে, তবে তোমরাও ঠিক ঠিক জানতে পেতে;- এই একঘেয়ে নির্বাসনে বেঁচে থাকার রসায়ন। তোমরা ঈশ্বরের কাছে চাইলে অনন্ত সুখ আর অমরত্ব ! অথচ তোমরা যদি তাঁর কাছে শুধু নিজেকেই চাইতে, তাহলেই তোমরা পেতে তাকে,- সূর্য রূপ সত্য রূপে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।