আমাদের কথা খুঁজে নিন

   

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে

আমি একজন মানুষ সেটা নিশ্চিত, কিন্তু ভালো না খারাপ তা নিশ্চিত নই সাধারণত ফলাও করে দুর্নীতি বিষয়ক খবরগুলো যখন ছাপা হয় তখন সাধারণত রাজনীতিকদের কথাই বেশি আলোচিত হয়। অথচ অফিস আদালতের প্রতিদিন সরকারের ( এবং জনগণের) কর্মচারীরা পিয়ন থেকে শুরু করে উপর পর্যন্ত কিভাবে দুর্নীতি করে তার খবর খুব একটা আসে না। সম্ভবতঃ দুর্নীতির মাত্রা ও প্রভাব কম বলেই হয়তো! আসলেই কি কম? ওদের সকলের সমষ্টিগত দুর্নীতি কি বিশাল নয়? আমার কাছে এখন কোন প্রমাণ নেই তাই চাইলেই দিতে পারবো না। তবে এগুলোর আমি প্রত্যক্ষদর্শী, একক প্রত্যক্ষদর্শী। কিছু ঘটনা বলা যাক।

এক শিক্ষার্থী প্রতিষ্ঠানে ভর্তির জন্য পরিবার সহ নতুন স্থানে আসলেন। উনার পিতা আবার আগে থেকেই এখানে থাকেন। তো উনার পিতা যা বেতন পান এতে নাকি সংসার ঠিক মতো চলে না। তাই উনি 'কিছু' 'উপঢৌকন' গ্রহণ করেন বলে উনার মাতা আমাকে জানান। তবে বেশ আগে আমরা একি এলাকায় থাকতাম এবং তখনো দুষ্ট লোকেরা বলতো উনি নাকি উপঢৌকন গ্রহণ করেন।

আরেক কাহিনী। একবার মুদি দোকানে গিয়ে দেখি গরীবের জন্য সংরক্ষিত ত্রান হিসেবে প্রেরিত চাল বিক্রি করতে এসেছেন এক কর্মচারী!!! এইবার পাবলিকের কান্ড দেখুন! আমি একবার এক কর্মকর্তার সাথে বাসার সামনের রাস্তায় দাড়িয়ে কথা বলছিলাম। এসময় গ্রাম থেকে এক কৃষক এসেছেন দুধ আর লাউ নিয়ে। কেন? কারন উপঢৌকন! উনি যাতে অই কৃষকের জমি সংক্রান্ত সমস্যা সমাধান করে দেন। অই কর্মকর্তা যতই বোঝান এইটা বেআইনি কৃষক বেচারা বুঝতে নারাজ।

কে তাকে এই কুবুদ্ধি দিল কে জানে? এইবার আমার নিজের কাহিনী! চট্টগ্রাম যাবো। টিকেটের দাম ছিল ১৮০ টাকা করে (সম্ভবত, বেশ আগের ঘটনা) দুজন যাবো তাই দুইটা টিকেট কাটলাম। ৩৬০ টাকা হবার কথা সর্বমোট। (এইটাও সম্ভবত, বেশ আগের কাহিনী কিনা!) পাঁচশো টাকার নোট দিলাম। ফেরত দিলো ১০০টাকা।

প্রতি টিকেটে ৩০ টাকা বেশি রেখেছে চা নাশতা খাবে বলে বখশিশ হিসেবে। মাইন্ড করা নিষেধ! কারো অবশ্য জানার আগ্রহ হবার কথা না তবে যদি হয় তাই বলছি আমি একজন ছাত্র, ফ্রীল্যান্সার এবং একজন সরকারী কর্মচারীর সন্তান। আমার বাবা মাঝে কিছুদিন ফোনে কিছু হুমকি পেতেন কেউ হুমকি দিতো জেলে পুরে দেবে কেউ হুমকি দিত মামলা করে দিবে? কেন? কারন উনাদেরকে অবৈধ সুবিধা করে দেননি বলে। বলুনতো এসব ঘটার পরও সরকারি সেবা ব্যাবস্থা ভেঙ্গে পড়ে না কেন? কারণ ঐ কর্মকর্তা আর আমার বাবার মতো চাকুরীজীবীরা আছেন! এখন খানিকটা ভিন্ন প্রসঙ্গ! সরকারের বিভিন্ন দপ্তরে জনবলের তীব্র সংকট! উদাহরণ হিসেবে বলা যায় আমার বাবাকে তিন জায়গায় দায়িত্ব পালন করতে হয়। একজায়গায় দুইটা দায়িত্ব আরেক জায়গায় আরেকটা।

প্রধান যে দায়িত্ব সেখানে আমার বাবা সহ যতজন কর্মচারী থাকার কথা আছে মাত্র তিন ভাগের একভাগ। সরকারের কাছে আবেদন এই দিকে যদি একটু নজর দেয়া যায়। আমার কাছে খুব অবাক লাগে সরকারী কর্মকর্তাদের সাধারণ নাগরিকরা অনেকেই স্যার বলে ডাকে, বিশেষ করে গ্রামের সাধারণ মানুষেরা। অথচ ওরা তথা আমরাই এই দেশের মালিক, আমরাই সরকার আর সরকারী কর্মকর্তারা আমাদের সেবক। ব্যাপারটা উলটা হয়ে গেল না! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।