আমাদের কথা খুঁজে নিন

   

পার্সোনালিটি টেস্ট সফটওয়্যার: কাউকে ছোট করবেন না প্লিজ

আমি যতটুকু জানি সেটুকু শেয়ার করতে পছন্দ করি। সেজন্য এই ব্লগ খুললাম।

আমি একটা সফটওয়্যার তৈরি করেছিলাম যেটা সম্পর্কে লিখেছেন তারকে। তাকে ধন্যবাদ তিনি সবাইকে জানিয়েছেন সফটওয়্যারটা সম্পর্কে এই পোস্টে। ঐ পোস্টে মন্তব্য করতে চেয়েছিলাম তবে মনের আরো কিছু কথা ব্যক্ত করার জন্য আলাদা পোস্টে মন্তব্য লিখছি... হুমম... আমি একসময় এতো ভাল লিখতাম! অবাক কান্ড... আমার সাইটের লেখা পড়ে নিজেই ইমপ্রেসড হয়ে গেলাম।

এখন পড়াশুনার চাপে লেখাই ভুলে গেছি! আমার সফটওয়্যারটা তাহলে বেশ সাড়া ফেলেছে দেখছি। আমি এটার কথা সবাইকে জানাতে চেয়েছিলাম... কিন্তু এটার প্রতিক্রিয়া কেমন হবে সেটা ভেবে আমি এটার প্রচার করি নি। একটা অন্য সাইটে এটা নিয়ে লেখা দেখেছিলাম, কিন্তু সেখানে ফলাফল নিয়ে একে অপরকে ছোট করার প্রতিযোগিতায় নেমেছিলো সবাই। আমি সেজন্য অপরাধবোধে ভুগছিলাম। আমি কখনোই মানুষকে ছোট করতে চাই না।

আমার আব্বার কাছ থেকেই শিখেছি কোনো মানুষকে ছোট করার অধিকার আমার নেই, আল্লাহ সব মানুষকেই সমান গুরুত্ব দিয়ে সৃষ্টি করেছেন। এমনকি সা.ইনে আমি দুমাস দুসপ্তাহ আছি, এখন পর্যন্ত কারোর পোস্টে মাইনাস দিইনি। আমার মতে প্রতিটা মানুষেরই নিজস্ব স্পেস দেওয়া দরকার। (প্রসঙ্গত বলে রাখি, আমি মাইনাস খেয়েছি এ বিষয়ে আমার কোনো দু্ৰখ নেই) এই পৃথিবীতে প্রায় ৬০০ কোটি মানুষ রয়েছে। মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটরে (MBTI) এই ৬০০ কোটি মানুষের প্রতিটি ইউনিক ব্যক্তিত্বকে ১৬টি টাইপে বিভক্ত করা হয়েছে।

মাত্র ১৬টি টাইপ দিয়ে কখনোই ৬০০ কোটি মানুষের ব্যক্তিত্বকে সম্পূর্ণ বোঝা সম্ভব নয়। আমার সফটওয়্যারটি MBTI ব্যবহার করে। কাজেই এটির ফলাফল ১০০% সঠিক হওয়া প্রায় অসম্ভব। আমি সফটওয়্যারটা তৈরি করেছিলাম যাতে কেউ তার ব্যাক্তিত্ব সম্পর্কে হালকা ধারণা পেতে পারে আর সেই অনুযায়ী নির্দিষ্ট ক্যারিয়ারে এগুতে পারে। এখন কারও পার্সোনালিটি টাইপের কিছু সীমাবদ্ধতা ফলাফলে থাকতেই পারে।

সেই ফলাফল দেখে অন্য কেউ যদি ভাবে - তার ফলাফল এই, তারমানে তার ভেতরে এই সীমাবদ্ধতাগুলো থাকতেই হবে - তাহলে আমার পরিশ্রম মাটি হল। আমার একটা অনুরোধ, এই সফটওয়্যারের ফলাফলকে কেউ সিরিয়াসলি নেবেন না। একে একটা হালকা আউটলাইন হিসেবে নিন। ফলাফলের যতটুকু আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না তা বিশ্বাস করা থেকে বিরত থাকুন। আর এর ফলাফলের উপর ভিত্তি করে কাউকে ছোট করবেন না প্লিজ।

সবার সুস্থ, সুন্দর ও সুখী জীবন কামনা করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.