আমাদের কথা খুঁজে নিন

   

সে এসেছিল, আমি ধরতে পারিনি।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

আমার বির্বন আকাশে রংধনু ছড়িয়ে, তার ঝুন ঝুন মুর্ছনায় আমায় ভাসিয়ে, সে এসেছিল। জীবনের দুঃখ্যগুলোর মোড়ে মোড়ে দাড়িয়ে সে চলার পথে বিছিয়ে ছিল সুখের গালিচা, শুভেচ্ছান্তে ছুড়ে ছিল গোলাপ। অথচ তাকে রাখতে পারিনি ধরে, খাচাঁয় এবং খেচাঁয়। আমার স্বার্থ আমার হীণতা, অপরাগতা। এগুলোই জীবনের ব্যর্থতা। আমার শিক্ষা, আমার পক্ষতা, সকলে মিলে তাকে তাড়িয়েছি কিল-ঘুষি, মারাত্মক ঢিলে। কেউ না, কিন্তু আমি, এই আমিই তাড়িয়েছি সেই বসন্ত বেলা সে এসেছিল, আমিই ধরতে পারিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।