আমাদের কথা খুঁজে নিন

   

চোখে কন্টাক্ট লেন্স পরার আগে সাবধান !!!!!!!

চোখে কন্টাক্ট লেন্স পরার আগেসাবধান। এতে আপনি কিন্তু সারা জীবনের জন্য চোখ হারাতেও পারেন। এমন এক ঘটনা ঘটেছে ৪২ বছর বয়সী জ্যাক স্টোন। তিনি কন্টাক্ট লেন্স পরার পর ফাঙ্গাস সংক্রমণে বাম চোখটি হারিয়েছেন। ওই চোখটি বাঁচাতে ২২টি অপারেশন করা হয়েছে।

কিন্তু চিকিৎসকরা বলছেন, কিছুতেই তারা ফাঙ্গাস সংক্রমণ ঠেকাতে পারছেন না। এতে জ্যাক স্টোনের চোখের তিনটি স্তর ফাঙ্গাসে খেয়ে ফেলেছে। এতে নষ্ট হয়ে গেছে তার চোখের ৭০টি স্নায়ু। গতকাল এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, জ্যাক স্টোন বৃটিশ একজন গণিত শিক্ষিকা।

তিনি বৃটেনে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় একটি ব্রান্ডের কন্ডাক্ট লেন্স পরেন। কিন্তু প্রথম দিনেই তিনি লক্ষ্য করেন তার দৃষ্টিশক্তি ঝাঁপসা হয়ে আসছে। এ অবস্থায় তিনি একটি হাসপাতালে যোগাযোগ করেন। তারা পরীক্ষা করে বলেন তার চোখে ফাঙ্গাস সংক্রমণ হয়েছে। এর পর থেকে ১৭ সপ্তাহেরও বেশি সময় তিনি হাসপাতালে রয়েছেন।

চিকিৎসকরা বলেছেন, তার চোখটিই তুলে ফেলতে হতে পারে। কারণ, তার চোখে যে সংক্রমণ হয়েছে তা বিরল। চোখটি তুলে না ফেললে সংক্রমণ তার দৃষ্টিশক্তির সঙ্গে সম্পৃক্ত স্নায়ু আক্রান্ত হতে পারে। সেই সংক্রমণ ব্রেনে ছড়িয়ে পড়তে পারে। ওই রিপোর্টে আরও বলা হয়, জ্যাক স্টোন যুক্তরাজ্যের একটি ওয়েবসাইট থেকে কিনেছিলেন ফোকাস ডেইলিস অল ডে কমফোর্ট লেন্সেস।

এটি অপসারণযোগ্য, ডিসপোজেবল। এর আগে তিনি ২০ বছরেরও বেশি সময় কন্টাক্ট লেন্স পরেন মাঝেমধ্যে। তাতে তিনি কোন সমস্যা মনে করেন নি। তাই ওই ব্রান্ডের একটি লেন্স তিনি পরেন। সংক্রমণ ধরা পড়ার পর তাকে ভর্তি রা হয় ব্রুমফিল্ড হাসপাতালে।

এর দু’দিন পরে যখন তিনি আর ব্যথা সহ্য করতে পারছিলেন না তখন তার চোখে আইড্রপ দেয়া হয় এবং বাসায় পাঠিয়ে দেয়া হয়। কিন্তু তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি হাসপাতালে ফিরে যান। তিনি বলেন, আমি তখন ব্যথায় আর্তনাদ করছিলাম। এরপর তাকে স্থানান্তর করা হয় লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে। কিন্তু তার চোখের অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে।

View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.