আমাদের কথা খুঁজে নিন

   

সুখে থেকো ভালো থেকো, মনে রেখ এই আমারে ...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

গত দুইদিন ধরে একটা গান শুনতেসি ... মনপুরা সিনেমার... মিউসিক অর্নব এর ...আমার কাছে খুব ভালো লাগসে ... মতান্তরে এগুলা নাকি গাইয়া গান হইসে ... যাই হোক ...একটা গানের কথা আপনাদের জন্যে ... গায়িকা কৃষ্ণকলি ... কৃষ্ণকলি ইসলাম ...শুনতে কেমন বেখাপ্পা লাগে ... সোনার ও পালংকের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে যাও পাখি বল তারে, সে যেন ভুলে না মোরে সুখে থেকো ভালো থেকো, মনে রেখ এই আমারে বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা এ পাড় ও পাড় তোলপাড একা, মেঘের উপর আকাশ উড়ে, নদীর ওপাড় পাখির বাসা মনে বন্ধু বড় আশা যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে চোখ জ্বলে যায় দেখব তারে মন চলে যায় অদুর দূরে। যাও পাখি বল তারে, সে যেন ভুলে না মোরে সুখে থেকো ভালো থেকো, মনে রেখ এই আমারে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।