আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে আসা ছাগু বিশেষজ্ঞ অচল ব্লগারকে স্বাগতম

দ্য কাপালিক ইজ ব্যাক

এক সময় সামহোয়ারইনে মানসম্পন্ন পাঠক নাই এবং এইটা রাজাকার আর ছাগুতে ভরপুর থাকার অভিযোগ করিয়া এইখানকার বিছিস্ত এবং ছুছীল ব্লগারেরা নতুন একটি প্লাটফর্ম তৈরী করিয়া সেইখানে "অচল" হন। ছাগুদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে দাঁড়াইয়া যুদ্ধ করিবার চেয়ে পশ্চাত পদযুগলের মধ্যখানে লেজ গুটাইয়া পলায়নকেই তাহারা যথাযথ প্রতিবাদের উপায় বিবেচনা করিয়া এই পদক্ষেপ নেন। তখন সেই অচলখানায় উকি দিলে দেখা যাইতো যে কোন পোষ্টের পাঠসংখ্যা সর্বনিম্ন ৪০০ ছাড়াইয়া যাচ্ছে। ৩০/৪০ জন অচলের একটা আড্ডাখানায় একেকটা পোষ্টের এত পাঠক কোথা হইতে আসিল সেই রহস্যের কোন কূল-কিনারা না হইলেও তাহারা মহা উদ্যমে নিজেদের অচলাবস্থা চালাইয়া যাইতে থাকেন। সেই আড্ডাখানা সকলের জন্য উন্মুক্ত না হওয়ায় নতুন অচলদের আমদানীর হার ইউরোপের কিছু দেশের জন্মহারের মতই নিম্নমুখী হইতে থাকে।

ফলে এইসব বিছিষ্ট লেখকেরা পাঠকের অভাব বোধ করিতে থাকেন। কাকের মাংস কতদিনই বা আর কাকের মুখে রোচে! সুতরাং তাহাদের অতিরিক্ত উৎসাহ কমিতে থাকে। ভালো কিছু লেখা ছাড়া গড়পড়তা পোষ্টের পাঠসংখ্যা স্বাভাবিক ৪০-৮০ তে নামিয়া আসে। অচলেরা আবার এইখানে আসিয়া উকি-ঝুকি মারিতে থাকেন। কথা-বার্তা ছাড়া হঠাৎ আসিয়া লিখা শুরু করিলে এত বড় বিছিষ্ট ব্লগারের ইজ্জ্বতে লাগে, তাই আরেকবার সাধিলেই খাইবোর মত অবস্থায় বসিয়া থাকিয়া শুধুই বিভিন্ন পোষ্টে কমেন্ট লিখিতে থাকেন।

কোন পোষ্ট না লিখাটাই এইবার পরতিবাদ। যেহেতু নিজেদের মহাজ্ঞানী এবং ওভারস্মার্ট ভাবেন, তাই সেই কমেন্টও তাহারা যাহার-তাহার ব্লগে করেন না - নতুনদের ব্লগে তো নয়ই। নিজেদের বিছিষ্টতা তো বজায় রাখিতে হইবে! সম্প্রতি আমাদের এই রকমের এক ছাগু বিশেষজ্ঞ যিনি নিজেকে ছাড়া আর সকলকেই ছাগু মনে করেন, দীর্ঘদিন বিভিন্ন পোষ্টে কমেন্টাইয়া আর থাকিতে না পারিয়া অবশেষে তাহার ছাগুত্ববাদ সকলকে জানাইতে সচেষ্ট হইয়াছেন। আসুন আমরা এই ছাগু বিশেষজ্ঞকে সা. ইনে স্বাগত জানাই। সেই সাথে অন্য অচলদেরও লজ্জ্বা ভাঙ্গিয়া আবার এইখানে তাহাদের ছাগুত্ববাদসহ অন্য সকল তত্ত্ব জাহির করিয়া সা. ইনের "মানহীন" পাঠকদের ধন্য করিতে এবং সা. ইনকে বহুদূর আগাইয়া লইয়া যাইতে সাহায্য করি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.