আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিমতী বান্ধবী যখন হতবুদ্ধির



অফিসে সক্কাল বেলা বান্ধবীর ফোন, অফিস থেকে বের হয়ে আমার সাথে দেখা কইরা তবে বাসায় যাবি। কারণটা আর ফোনে বলল না। তাকে বেশ উদ্বিগ্ন মনে হইলো কোন ব্যপারে। যাই হোক অফিস থেকে বের হয়ে বান্ধবীর অফিস থেকে তাকে তুলে নিয়ে এক রেস্টুরেন্টে বসলাম। বল্লাম হইছে কি তোর? আমারে কয় আমি অহন কি করমু , বুদ্ধি দে।

মর জ্বালা! ডিপার্টমেন্টে এই মাইয়ার বুদ্ধ নিয়া আমরা চলছি। আর হে কিনা অহন কয় "বুদ্ধি দে"। কইলাম মাতা ঠান্ডা কইরা ক , কি হইছে? গতকাল রাইতে লেখাপড়া করনের নাম কইরা জিল্লুরে স্টাডি রুমে ঘুমাইছে। (জিল্লুর আমার বান্দ্ধবীর স্বামী) আমি কই তাতে হইছে কি? বান্ধবী কয় , আমার রাইতেই সন্দেহ হইছে। আমি সকালে তার মোবাইল চেক করছি।

২ ঘন্টা ৩৩ মি কার লগে কতা কইছে। লাষ্ট ডায়ালে যার নাম দেখছি তার লগে এতক্ষন কথা বলে নাই আমি জানি। সে নাম্বারটা মুইছা ফেলছে। তার মানে সে কারো সাথে কথা বলে রাইতে। হয়তো প্রেম! আমি অহন কি করুম ক? আমি তারে বলি কি আর করবি,সে একটা করলে তুই দুইটার সাথে কথা বল, প্রেম কর।

সমস্যা কি? আমার কথা শুইনা বন্ধবী একটু ক্ষেইপা গিয়া বলে আমি সিরিয়াস। তার কথা শুইনা আমি কইলাম , আমিও সিরিয়াস। আমি বলি, শোন এই সব চিন্তা ভাবনা মাথা থেইকা বাইর কইরা দে। না বের করলে একদিন , দুইদিন দশদিন পরে তোরে সাইক্রিয়েটিস্ট এর কাছে নিতে হইবো। এই গুলান নিয়া তোরে কিছুই করতে হইবোনা।

আমার কাছে আসছো, আমার কথা তাইলে তোমাকে শুনতে হইবো। তুমি তোমার মত থাক। এই সব স্পাইং কইরা , সন্দেহ কইরা সব হারাইবি। তাছাড়া ঘটনার সত্যতা কি কতটুকু তুই তো কিছুই জানস না। আর তোমার সন্দেহ যদি সত্যি হয় তাইলে বলি, একটা মানুষের নিজস্ব বিবেক, বিচার বুদ্ধি, বিবেচনা যদি সে কাজে না লাগায় তাহলে তাকে তার পথে থাকতে দাও।

তুমি আমি কেনো অভিমান ,কষ্ট পুষতে যামু মনে? কেনো চিৎকার চেচাঁমেচি কইরা তার অশুদ্ধ গতি রোধ করতে হইবো। আমি তারে বলি, জাইনা শুইনা একজন অসৎ লোককে কখনো মন থেইকা ভালোবাসা যায়না। আর ভালোবাসা না থাকলে সম্পর্কটা মেকি আর ঠুনকো হইয়া যায়। দ্বন্দ লাইগাই থাকে। আমার মনে হয় এই ব্যাপারটা তার সামনে উপস্হাপন করা মানে তোর অবস্হানকে খাটো করা ছাড়া আর কিছুনা।

আমি আমার বান্ধবীরে কইলাম কি বুঝছস? পারবিতো? সে স্মিত হাসি দিয়া চইলা গেলো। আমি জানি, আমার বুদ্ধিমতী বান্ধবী সব পারবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।