আমাদের কথা খুঁজে নিন

   

পেনড্রাইভের গোসল (৫১২ মেগা)



গত শুক্রবার। সকালে ঘুম থেকে উঠে বাজারে গেলাম দ্রুত নাস্তা করে সংকর গেলাম এক ফ্রেন্ডের বাসায়। সেখান থেকে ফিরতে ফিরতে ১১.৩০ বেজে গেল। দ্রুত জামা কাপড় ভিজিয়ে দিলাম পরিস্কার করার জন্য। মাঝখানের সময়টাতে আমি কম্পিউটারে বসে কাজ করছি।

হটাত পেনড্রাইভটার প্রয়োজন হলো। সেটি কোথাও খুজে পাচ্ছিনা। তখন মনে হলো ওটা প্যান্টের পকেটে ছিল। সেই প্যান্ট টি আবার পরিস্কার করতে দিয়েছি। দৌড় দিলাম বাথরুমে।

বালতির মধ্যথেকে প্যান্ট টি বের করলাম। এবং যথারীতি এর পকেটের মধ্যে পেনড্রাইভটি পেলাম। দেখলাম পেনড্রাইভটি গায়ের রং আগের থেকে উজ্জ্বল হয়েছে এবং যত ঝাড়া দিচ্ছি তত ভিতর থেকে পানি পড়ছে। আমার মন খুব খারাপ হয়ে গেল। কারণ আমি যখন এই পেনড্রাইভটি কিনি তখন এর দাম ছিল প্রায় ৩৫০০ টাকা।

এরপর তিন দিন এটি কোন কম্পিউটারে লাগাই নাই। দুইটি ভয় যদি ভিতরের কোন কিছু নষ্ট হয়ে থাকে তাহলে সর্টসার্কিটে কম্পিউটারও নষ্ট হতে পারে। আর পেনড্রাইভের যেখানে আলো জলে সেখানে সদা হয়ে আছে। মনে হচ্ছে পানি ঢুকে আছে। আজ খুব জরুরী প্রয়োজন হল পেনড্রাইভের।

কয়েক জনের কাছে চেয়েও পাইলাম না। দুরুদুরু বুকে অফিসের নতুন কম্পিউটারটিতে পেনড্রাইভটি লাগালাম। দেখলাম পেনড্রাইভটি কাজ করছে। তখন আমার মনে হলো ঘাম দিয়ে জ্বর ছেড়েছে। তখন আমার যে কি ভাল লাগছিল।

দৃষ্টি আকর্ষণ: কারও যদি পেনড্রাইভ বা মোবাইল পানিতে পড়ে যায় তহলে সেগুলি ঠিক আছে কিনা সাথে সাথে দেখার কোন দরকার নাই। আগে জিনিশটি খুব ভালকরে শুকিয়ে নিয়ে তারপর চেক করুন। মোবাইলের ক্ষেত্রে আগে ব্যাটারি খুলে সব খুব ভালভাবে শুকিয়ে নিয়ে তারপর ব্যাটারি লাগান। ভাগ্য খুব খারাপ না হলে আপনার জিনিশ ভাল থাকবে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.