আমাদের কথা খুঁজে নিন

   

যে সব কারণে গোসল ফরয হয়

সত্যকে মেনে নিতে দ্বিধাবোধ করিনা

যে সব কারণে গোসল ফরয হয়

1-যৌন সম্ভোগ দ্বারা অথবা অন্য কোন কারণে জোশের সাথে মনী (বীর্য) বের হলে

2-স্বপ্ন দেখুক বা না দেখুক রাতে অথবা দিনে ঘুমন্ত অবস্থায় বীর্যপাত হলে।তবে শয়নের কাপড়ে বা শরীরে মনীর চিহ্ন না দেখা গেলে গোসল ফরয হয়না

3-স্বামীর লিঙ্গের শুধু অগ্রভাগ মানে খত্নার স্থানটুকু স্ত্রীর গুপ্তাঙ্গে প্রবেশ করলে দুজনের উপরই গোসল ফরয যদিও বীর্য বা অন্য কিছু বের না হয় বা তা যদি সামান্য কয়েক সেকেণ্ডের জন্যও প্রবেশ করানো হয়।এমনি ভাবে মহাপাপ হওয়া সত্ত্বেও পিছনের রাস্তায় এতটুকু প্রবেশ করালেই গোসল ফরয হয়ে যায় কিছু বের না হলেও

4-স্ত্রীলোকের হায়েয হওয়ার পর যখন রক্ত বন্ধ হয় তখন গোসল ফরয হয়

5-স্ত্রীলোকের নেফাসের রক্তস্রাব বন্ধ হলে পাক হওয়ার জন্য গোসল ফরয হয়

নেফাসঃ গর্ভপাতের পর রক্ত ক্ষরণ হওয়াকে বলে!

মনে রাখা কর্তব্য যে গোসলে তিনটি কাজ করা ফরজ
তা না হলে গোসলই শুদ্ধ হবেনা।

১ কুলি করা এমনভাবে যাতে সম্পূর্ণ মুখে পানি পৌঁছে যায়

২ নাকে পানি দেয়া এমনভাবে যাতে ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে যায়

৩ সমস্ত শরীরে অন্তত একবার পানি বইয়ে দেয়া এমনভাবে যাতে একটি চুল পরিমাণ অংশও শুকনো না থাকে।




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.