আমাদের কথা খুঁজে নিন

   

ট্রুথ কমিশন সমীপে প্রথম দুর্নীতিবাজের কাল্পনিক বক্তব্য

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

মাননীয় ট্রুথ কমিশন। সারাজীবন যেভাবে কাজ করিয়া আসিয়াছি ঠিক সেইভাবে প্রায়শ্চিত্য করিবার একটা মওকা পাইয়া আমার বেজায় আনন্দ হইতেছে। মাননীয় বিচারপতি এখন আমি সেই গানটা গাইতে পারি, এই রুমে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। কিছু মনে করবেন না, আমার একটু নাঁচতে ইচ্ছে করতেছে! কোন গোপন ক্যামেরা ফিট করা নাই তো? কোন রেকর্ডার? বেশ বেশ। আসল ঘটনা হইলো, আমার উপরে সরকারী যে একটা বাজে নজর আছে সেইটা দূর করা প্রয়োজন।

কি দুর্নীতি করছি আর কতটাকা মারছি সেসব কি আর লিখিত পড়িত আছে? না আমি মনে করতে পারি! আপনার নামে একটা সুইস ব্যাংকের একাউন্ট কইরা দিতেছি। পরে যারা আসবে তাদের আপনি খালি এই নম্বরটা দিয়া দিবেন। আর এখন এই ব্যাগে আছে পাঁচকোটি টাকা - যা দুর্নীতি করছিলাম সব দিয়া গেলাম। সরকারের কাছে জমা দিয়েন। আর আপনার একাউন্টে জমা দিলাম পাঁচ কোটি।

মাননীয় ট্রুথ কমিশন, আপনাকে যে কি বইলা ধন্যবাদ দেব সেই ভাষা আমার অজানা। এই সরকারের মত এমন দুর্নীতিদরদী আর একটাও আসে নাই। জয় ট্রুথ কমিশন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.