আমাদের কথা খুঁজে নিন

   

বহুল আলোচিত ট্রুথ কমিশন উপদেষ্টা পরিষদে অনুমোদন



ঢাকা, মে ২৪ (মিডিয়া ফর মিডিয়া)-'সত্য ও জবাবদিহিতা কমিশন'(বহুল আলোচিত ট্রুথ কমিশন)গঠনের লক্ষ্যে রোববার উপদেষ্টা পরিষদ 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮' চূড়ান্ত অনুমোদন করেছে। রোববার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের জনান রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের মাধ্যমে এ অধ্যাদেশ কার্যকর হবে। এ অধ্যাদেশের ৪৬টি ধারা রয়েছে। এর অধীনে তিন সদস্যের 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন করা হবে।

সদস্যদের মধ্য থেকে একজনকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক, মেজর জেনারেল বা তার ওপরের পদ মর্যাদার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সচিব বা সম পদ মর্যাদার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা কমিশনের সদস্য হতে পারবেন। কমিশনের প্রধান কার্যালয় হবে ঢাকায়। মেয়াদ হবে ৫ মাস। তবে মেয়াদকালীন গ্রহণ করা কাজ শেষ করতে প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার পরও কাজ চালাতে পারবে কমিশন।

কমিশন অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। কেউ সত্য প্রকাশ করলে কমিশন তার বক্তব্যের ওপর তদন্ত করবে। বক্ত্যব্য সত্য প্রমাণিত হলে দুর্নীতি বা এ ধরনের কাজের মাধ্যমে ওই ব্যক্তি যে পরিমাণ অবৈধ অর্থ বা সম্পত্তির মালিক হয়েছেন, তার সম পরিমাণ অর্থ কমিশনের মাধ্যমে রাষ্ট্রের কাছে ফেরত দেয়ার সুযোগ পাবেন তিনি। এ ব্যাপারে কমিশন সময় বেঁধে দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ বা সম্পদ ফেরত দিতে না পারলে কমিশন তাকে ৫ বছরের কারাদণ্ড দেবে।

ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা, অনধিক ৬ মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। কমিশন ক্ষেত্র বিশেষে প্রকাশ্য শুনানি করতে পারবে। অস্ত্র, মাদক, নারী ও শিশু পাচার এবং ধর্ষণ মামলার আসামীরা কমিশনের অনুকম্পা পাবে না। তবে এ ধরনের অপরাধীরাও কমিশনের কাছে সত্য প্রকাশ করতে পারবে। যারা কমিশনের কাছে নিজেদের অপরাধ ও দুর্নীতি তথ্য প্রকাশ করবে, তাদের একটি তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.