আমাদের কথা খুঁজে নিন

   

"ফেলানীর স্বপ্ন পূরণ !!"



দুচোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিলো তোমার ছিলো পাখির মত ডানা মেলে উড়ার শখ ! কত্ত কি বায়না মায়ের আঁচল ধরে দোলনা কিনে দাও ! দোল খাবে মনের সুখে! বাবার আঙুল ধরে মেলায় গিয়ে আলতার কৌটাটাও কিনে আনার বায়নাবহুদিনের ! দু হাত পা রাঙিয়ে মনের সুখে নেচে বেড়াবে সবুজ ফড়িং হয়ে! পথে ঘাটে প্রান্তরে ! ফেলানী বোন আমার নিমিষেই সব স্বপ্ন সব শখ মিটিয়ে দিলে তারা ! রক্তাক্ত লাল বর্ণের আলতায় রাঙিয়ে দিলো তোমার তুলতুলে হাত পা জোড়া ! কি সুন্দর দুলছো তুমি আলতা রাঙা পায়ে! দোলনায় চড়ার শখটাও এত সহজেই মিটে যাবে হয়তোবা তা ভাবনার ও অতীত ছিলো তোমার! পাখির ডানায় চড়ে আকাশ ছোঁয়ার স্বপ্নটাই বা বাকি থাকা কেন বলো? আত্মাটা নিমিষেই বের করে দিলো তারা তোমার স্বপ্ন পূরণে! কত দয়া তাদের মনে ! তারা নির্দোষ !তারা মহান ! তারা আমার বোনের স্বপ্নের কারিগর !! ফাঁসি চাও? হাসালে যে বড় ! ফাঁসি কেন হবে তাদের ? সেই নির্দোষ হায়নাদের আরো কত কি কাজ বাকি কত কত আত্মাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণে বাড়িয়ে দিতে হবে ঐ খুনে হাত !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.