আমাদের কথা খুঁজে নিন

   

কষ্ট তুমি কেন নীল তুমি কেন নয় বর্নিল

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা আমরা তোমাদের ভুলবা না

১ কষ্ট তুমি কেন নীল তুমি কেন নয় বর্নিল তুমি ভেঙ্গে দাও হৃদয় গড় না মানব মঞ্জিল কষ্ট তুমি আমায় করো কেন আড়ষ্ট করে রাখ তুমি বীনে জীবন কেন যে রঙ্গীন। মুহুর্তে তুমি সাদ আহলাদ কর খান খান কষ্ট তুমি কেন নীল তোয়ালে নীল শাড়ী নীল আকাশ নীল সমুদ্রের জল রাশি কষ্ট তুমি গ্যাসে জ্বলা নীলাভ আগ্নি শিখা জ্বলে পুড়ে শেষ কর তবু কেন আবার বাচিয়ে রাখ তুমি রক্ত শূন্য ধবধব্বে দেহের নীল ঠোঁট তুমি নও কেন নীল পাখির ছুটে চলা আনন্দ কষ্ট তুমি কি নীলা নামের ঐ মেয়েটি যার দুচোখ সাগর নো জ্বলে ভরা হৃদয়ের রক্ত ঝরে কান্না হয়ে তার দিনে রাতে মান অভিমান তুমি নও কেন প্রেমিকের নীলু মায়া ভরা ডাক তুমি কেন হও দুরাশার প্রতীক ভোরের কাক ২ কষ্ট তুমি কেন বুকের চিনচিন ব্যথা কষ্ট তুমি কি রূপ কথা তুমি জুদা হ্ও আমায় থেকে আমি আর পারি না তোমায় বইতে। আজ আড়ি যাব তোমায় ছাড়া আনন্দ উল্লাসে ঘুরব পাড়া রং ছিটাব পাড়াময় যদি এবার কষ্ট দূর হয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.