আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে অপচয়!!!

"হার্টলেছ"

একটা সরকারী কোয়ার্টার। মাস কয়েক হইল তৈরী করা হইয়াছে। এখনও হস্তান্তর করা হয় নাই। ১২৫০.০০ এসএফটি। অভ্যন্তরে আধুনিক ফিটিংস।

জানালায় থাইগ্লাস, ফ্লোরে দামী টাইলস। দেয়ালে ডিস্টেম্পার কিন্তু কর্তার দেওয়ালের রং পছন্দ হয় নাই (ডিস্টেম্পার বলে)। তার দরকার প্লাষ্টিক ইমালশান পেইন্ট। কর্তার ইচ্ছাই কর্ম। নতুন ডিস্টেম্পার ঘষে মেঝে উঠিয়ে লাগান হলো প্লাষ্টিক পেইন্ট।

একমাস আগের দরজার ফ্রেঞ্চ পলিশিং এর উপর দেয়া হলো আরো কয়েক কোট। কমপক্ষে দুই লক্ষ টাকা খরচ। কর্তা বলে কথা। অথচ আমরা দুবেলা পেট পুরে খেতে পারি না। সরকারী এই অর্থ অপচয়কে কি বলে আখ্যা দেয়া যায় বলেনতো? পরিশেষে বলে যাই উনি একজন পিডি (প্রঃ পরিঃ)।

আমাদের হাত,মুখ,চোখ, নাখ, সবই বাধা; সবকিছু দেখেও না দেখার ভান করে থাকি। হায়রে ক্ষমতা। আমরা স্বপ্ন দেখি দুরনিতি! মুক্ত বাংলাদেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.