আমাদের কথা খুঁজে নিন

   

একজন আবুল কি ১৬ কোটি মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান !

কে এই আবুল? যার কাছে মাননীয়প্রধানমন্ত্রী পর্যন্ত নত ! কত্ত ওর ক্ষমতা ! যাকে বাঁচানোর জন্য এমন একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন রাজনৈতিক দল। তাহলে কি আমরা বলবো আবুল নির্দোষ ! ওর কি বিচার হবে না ! বিশ্বব্যাংক বলছে তাঁদের কাছে প্রমান আছে এবং সেটা বর্তমান সরকারকেও দিয়েছে আর সেখানে আবুলের নাম আছে। বিশ্বব্যাংক থেকে সরে আসায় সম্মান কার বড়লো? ঐ আবুলের আর কমলো কিন্তু ক্ষমতাসীন দলের। কারন সারা বিশ্বেই এটা নিয়ে আলোচিত। দূর্ণীতির অন্যতম শীর্ষে থাকা দেশ হিসেবে সন্দেহ আসেই যে এখানে কিছু একটা হয়েছে আর যেটা বিশ্বব্যাংক বলেছে।

সরকার আবুল হোসেনকে বাঁচাতেই এই পদক্ষেপ নিল ! এমনকি দিলেন দেশপ্রেমিক খেতাব। গনতান্ত্রিক দেশে ক্ষমতার পালাবদল হবে এটাই স্বাভাবিক। যদি অন্যকোনো দল ক্ষমতায় আসেন ভাবছি তখন এই আবুলের কি হবে ! কারন বর্তমান সরকার বিশ্বব্যাংকের দেয়া প্রমান প্রকাশ না করলেও সে সরকার ঠিকই করবে। উদাহরন স্বরুপ আমরা বলতে পারি সাবেক স্ব-রাষ্ট্র মন্ত্রী বাবরের বর্তমান অবস্থা। ধরলাম এখানে কোনো দূণীতি হয় নাই, আর তাই সরকার বিশাবব্যাংকের কথামত সব কিছু করলো আর পরে প্রমানিত হল বিশ্বব্যাংক যেটা সন্দেহ প্রকাশ করেছিলো তা সত্য নয় অনুমান মাত্র।

তখন বিশ্বব্যাংক দুঃখ প্রকাশ করত। আর সম্মানটা কার বাড়ত ? কিন্তু এখন স্পষ্টত বোঝাই যাচ্ছে ...। এর মধ্যে এডিবি চলে গেল, জাইকাও হয়তো চলে যাবে..... এটা নিশ্চিত "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না" এই বিষয়টাই এখন বর্তমান সরকারের মাথায় ঘুরপাক খাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.