আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট এক পাহাড়ী শহর --কোডাইকানাল ১ম পর্ব........



লিখতে চাচ্ছিলাম আমার দার্জিলিং ভ্রমনের পরের কথা১ম পর্ব কিন্তু লিখতে যেয়ে মনে হলো লেখাটা আরেকটু সাজায় লিখতে হবে তাই অন্য আরেকটা ভ্রমন কাহিনী বলছি..... জায়গাটা ব্যাংগালোর থেকে প্রায় ৫০০ কি.মি. দূরে...পাহাড়ের উপরে ছোট্ট একটা শহর.....অনেক পুরানা....মানে ১০০ বছরের উপর....( আমিও জানতাম না....একটা চার্চে জন্মের তারিখ দেখে বুঝতে পেরেছি...)শহরটার নাম কোডাইকানাল.... আমিও কখনো জায়গাটার নাম শুনি নাই.....বাসায় থাকতে থাকতে বোর হচ্ছিলাম...প্রচন্ড বিরক্তি নিয়ে বাস ট্যান্ডে দাড়ায় ছিলাম...হটাৎ করেই পাশে শুনি এক কাপল নিজেদের মধ্যে বলাবলি করছে " আমরা হানিমুনে কোডাইকানাল যাব"....শুনে মনে মনে বললাম ঠিক আছে তোরা বিয়ার পরেই যাইস ওখানে দেখি আমি বিয়ার আগে ওখানে যাইয়া হানিমুনের ব্যবস্থা করতে পারি নাকি...... প্রথমে ব্যাংকে তার পর টিকেট কাউন্টারে .......সন্ধ্যা ৭ টায় বাস....রূমে আইসা ব্যাগ গোছইতেই হাউসমেট বলছে যাউ কই......বললাম কোডাইকানাল......বলল কি আছে ওখানে.......বললাম জানি না......শুধু বললাম পারলে হানিমুন বানায় আসুম......আমারে কইলো কোন বাসের টিকেট কাটছ.....বললাম শর্মা.....বলল তোমার টিকেট টা দাও আমি আইতেছি...... একটু পর আইসা বলল পাশপাশিই সিট পাইছি........ সারে ছয় টাতেই বাস ষ্ট্যান্ডে এসে হাজির.......দেখি বাস ঠিক সাতটায় চলে এসেছে....... বাসে উইঠায় টাসকি......খালি জোড়ায় জোড়ায় বইসা আছে.......আমরাই দুই হতভাগা সাথে শীতের কাথাঁ নাই..... বাস হসুর পার হয়ে কৃষ্নগিরি......এর পরের শহরের নাম আর মনে নাই....১০টার দিকে ডিনারের জন্য কোন এক ধাবাতে থামে .... কাবাব পরটা ডালভাজি দিয়া ডিনার শেষ......হাউসমেট কইতাছে যদি ওখানে যেয়ে ভালো না লাগে তখন......আশেপাশের জোড়া গুলির দিকে তাকায়ে বললাম সিচুয়েশান তো খারাপ কয় না তয় ভালো না লাগলে সন্ধ্যার বাসে আবার চলে আসবো...... এবার বাস ছাড়ার পরই দেখি কাহিনী ধীরে ধীরে শুরু হলো.....প্রথমে পেছন থেকে হালকা শব্দ......পরে সামনে থেকে.....একটু পর পেছনের শব্দ থামলে( কমলে) ডান পাশের সারি থেকে...... প্রায় সারা রাত আশে পাশের পাবলিকের চুমার শব্দের ঠেলায় অস্থির হয়ে গেছি....সাউস মেট বলছে what a journey.......আমি হুম বলেই কাটায় দিছি.....প্রায় ভোর সাড়ে ৪ টার দিকে বাস গড়গড় করতে করতে এক ছোট্ট টাউনের পাশে এসে থামে......সুপারভাইজার বলছে বাসে একটু সমস্যা হয়েছে একটু দেড়ী হবে...... বাস থেকে নেমে আশে পাশে কি আছে বুঝার চেষ্টা করছি....ছোট্ট টাউনটা মনে হলো খারাপ না...মাইল ফলক দেখলাম কোডাইকানাল ৫৫ কি.মি. দূরে বড় একটা পাহাড়..... প্রায় ৪৫ মিনিট পর সুপারভাইজার বলল গাড়ীর ব্রেকে সমস্যা হয়েছে .... পাহাড়ের উপর এইগাড়ী নিয়ে উঠা রিস্কী.....লোকাল বাস আসলে তাতে তোমাদের তুলে দিব....বা অন্য বাস আসলে তোমাদের তুলে দিব.....একটু বিরক্ত লাগলেও খুব যে খারাপ লাগছিল তা না.....বাসের অন্য পাবলিকরা দেখি রীতিমতো ঝগড়া শুরু করে দিল....দাড়ায় দাড়ায় মজা দেখছিলাম আর চিন্তা করছিলাম মানুষের স্বার্থে একটু লাগলেই মানুষ কেমন খেপে উঠে..... প্রায় সারে ছয়টার দিকে দেখলাম দুইটা বাস আসছে.....সবাই দুই বাসে উঠে এবার কোডাইকানাল....পাক্কা ৫০ কি.মি. পাহাড়ের উপরে গড়ায় গাড়ায় রাস্তা...একপাশে খাদ একপাশে পাহাড় ...কোনো ভাবে নীচেপড়লে আর দেখতে হবে না...বাসে স্থানীয় এক কাপলের কথা বার্তা শুনে এতমজা লাগছিল তা বলার না....নিজেদের মধ্যে খুশনটি করছিল ... ওদের কথা শুনতে আসলেই মজা লাগছিল....বাস একজায়গায় ১০মিনিট চা বিরতি দিয়ে আবার যাত্রা শুরু...এরমধ্যেই শীত লাগা শুরু হয়ে গেছে....প্রায় দুই ঘন্টাপর যখন বাস থামলো বাইরে হালকা বৃষ্টি... আমরা আসলাম কোডাইকানালে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.