আমাদের কথা খুঁজে নিন

   

টুটুলের উপর আমার যত ক্ষোভ

www.cameraman-blog.com/

টুটুলের সাথে আমার পরিচয় গত জানুয়ারী মাসের কোন একদিন। উপলক্ষ্য ছিল সারিয়া'র ডাকা পিকনিক মিটিং। এরপর আরো কয়েকটা মিটিং আর শেষে ফেব্রুয়ারীর ২৯ তারিখে পিকনিক। পিকনিক সেরে এসে বিভিন্ন ব্লগ আড্ডায় দেখা হয়েছে আরো কয়েকবার। টুটুলের সাথে সম্পর্কটা গাঢ়ই হয়েছে কেবল।

তাহলে একটা মহৎ কাজ করতে এসে হঠাৎ কেন হোচট খেল এই আন্তরিক সম্পর্কটা। শ্বাশ্বত সত্য ক্যাম্পেইন এ অংশ নিতে এসে টুটুলের উপর ক্ষোভ জমা হচ্ছিলো বার বার। ফোনে বহুবার টুটুল আর নেমেসিস কে বলেছি সেসব কথা। নেমেসিস তো মোবাইল তেকে ফোন করে একদিন টানা দেড় ঘন্টা কথা বলেছিল আমার সাথে। যাই হোক।

ক্ষোভের একমাত্র কারণ বলা যায় টুটুলের নরম মন-মানসিকতা। আপনার ভালই জানেন টুটুল এই ব্লগে একজন নিরপেক্ষ ভাল মানুষ হিসেবে পরিচিত। তার এই নিরপেক্ষ চরিত্রটাই আসলে বড় সমস্যা। টুটুল এই ব্লগে দু'টি গুরুত্বপূর্ন কাজের আহ্বায়ক - শ্বাশ্বত সত্য ক্যাম্পেইন আর মুক্তিযুদ্ধ ভিত্তিক ই-সংকলন। দূঃখজনক হলেও সত্যি টুটুল এর কোনটারই মূল উদ্যোক্তা না।

মানে কোনটারই আইডিয়া বা চিন্তা টুটুলের নিজস্ব না। যাদের মাথা থেকে এদু'টি চমৎকার উদ্যোগ এসেছে তাদের যে কোন কারণেই হোক একজন নিরপেক্ষ ব্যক্তির প্রয়োজন ছিল। তাদের সেই পারপাসটা সার্ভ করেছে টুটুল। কোন মহৎ উদ্যোগে কারও পারপাস সার্ভ করলে এক-আধটা ব্যতিক্রম ছাড়া আমার ক্ষোভ জন্মানোর কথা না। ক্ষোভের কারণ টুটুল শ্বাশ্বত সত্য ক্যাম্পেইন এ তার নিজের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারে নাই।

কেমন জানি একটা গাছাড়া ভাব ছিল। তাকে ডিঙ্গিয়ে লোকজন দেদারসে কথা বলেছে এবং টুটুল সেটা ঠেকানোর কার্যকর কোন ব্যবস্থা নেয় নাই। একটা পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছিলো এই ব্যাপারটা আসলে কে সমন্বয় করছে। একটা উদাহরণ দেই - আবদুল্লাহ আল মামুনের পোষ্টে মাসুম ভাই প্রশ্ন করেছিলেন কত টাকা উঠছে। মামুন সাহেব মেজবাহ য়াজাদের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন সাড়ে ৫ লক্ষ টাকা উঠিয়েছে ঢাকার বন্ধুরা।

প্রথমত তথ্যটা ভূল আর দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত য়াজাদ এই ব্যাপারে কথা বলতে পারে না। টাকা ছিল টুটুলের একাউন্টে, সেই একমাত্র ব্যক্তি যে এই ব্যাপারে কথা বলার অধিকার রাখে। গত সোমবারের মিটিং এ দুজনকেই এব্যাপারে বলেছিলাম। এখন যদি কেউ প্রশ্ন ....... । টুটুলকে ডিঙ্গিয়ে মেজবাহ য়াজাদ এর ভূমিকাটা আমার পছন্দ হয় নাই।

আরও বেশ কিছু কারণ ছিল যেখানে টুটুলের ভূমিকা রাখার কথা ছিল, কিন্তু সে সেটা রাখে নাই। বিতর্ক এড়ানোর জন্য সেগুলো আর উল্লেখ করলাম না। আর এই সব নানা রকম কারণে ক্ষোভটা জমা হয়েছিল মূলত টুটুলের উপর। আর গতকাল সেটা প্রকাশ করেছিলাম খুব নগ্নভাবে। বিশেষ করে দু'জনের নামের আগে বিশেষন দিয়ে।

আমি সেজন্য আন্তরিকভাবে দূঃখিত। ভূল বা দোষ যা করার করেছি। এটার একটা সমাধান হওয়া দরকার। আর সেটা হওয়া দরকার ব্লগের বাইরে। টুটুল আর মেজবাহ য়াজাদ এর সাথে আমার কথা হয়েছে।

বিশেষণ যোগ করার জন্য তাদের কাছে দূঃখও প্রকাশ বরেছি। যদি সম্ভব হয় সবাইকে নিয়ে বসতে আগ্রহী - যারা শ্বাশ্বত ক্যাম্পেইন এ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। শেষ করবো আমার সেই পোষ্টে জামাল ভাস্করের কমেন্টের অংশ বিশেষ আর তার প্রতিউত্তর দিয়ে। সবাই ভাল থাকবেন। "সবশেষে প্রত্যুৎপন্নমতিত্বরে আমার স্যালুট জানাই এইরম একটা আয়োজনের পুরোধা হওনের জন্য...আমাদের আসলে প্রয়োজন ভালো মানুষের, যারা ডাকলে সচেতন মানুষের সাথে অনেক জোকাররাও নামবো পথে..." .... আর সেইসব জোকারদের মথ্যে কিছু পাবেন যারা তাত্বিক গুরু টাইপের।

এরা মূলত ঘরে বসে ব্লগ পড়ে আর সহমত জানায়। স্যালুট এর তুফান ছোটায় ক্ষণে ক্ষণে। কিন্তু সূযোগ থাকলেও বাস্তবে আপনার পাশে এসে দাড়াবে না। আমি ক্যামেরাম্যান / রঞ্জু জোকার হলেও বাস্তবে আপনাদের পাশে এসে দাড়াব যে কোন প্রয়োজনে, শুধূমাত্র ভার্চুয়ালি সহমত বা স্যালুট জানাব না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।