আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক ভাষা ইন্সটিটিউট- এর খোঁজ খবর (১)

সব কিছুই বলা হয়ে গেছে

নতুন নতুন ভাষা শিক্ষা সত্যিই আনন্দের বিষয়। সেই সাথে প্রয়োজনেরও। বিদেশি ভাষা শিক্ষার অন্যতম একটি ভালো উপায় হলো এসব ভাষার কোর্স করা। এসব ভাষার কোর্সের জন্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ‘আধুনিক ভাষা ইন্সটিটিউট’। ১৯৭৪ সালের ১ জুলাই আধুনিক ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়।

ঢাকা ইউনিভার্সিটির অধ্যাদেশ ১৯৭৩-এর ৬ষ্ঠ সংবিধি অনুসারে ঢাকা ইউনিভার্সিটির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের বিভিন্ন একজিকিউটিভ ও একাডেমিক ক্ষমতা বলে আধুনিক ভাষা ইন্সটিটিউট পরিচালিত হয়। একটি বোর্ড অফ গভর্নরসের ওপর ইন্সটিটিউটের প্রশাসনিক দায়িত্ব ন্যস্ত আছে। ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য এ বোর্ড অফ গভর্নরসের সভাপতি এবং ইন্সটিটিউটের পরিচালক এর সদস্য-সচিব। বর্তমানে এ ইন্সটিটিউটে ১ বছর মেয়াদি জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা কোর্স আছে। প্রতিটি কোর্সের পাঠদানের সময় ১২০ ঘণ্টা।

প্রতিদিন ২ ঘণ্টা করে ক্লাস নেয়া হয়। চাকরিজীবী ও অন্যান্য সুবিধার কথা চিন্তা করে বিকালে ক্লাস নেয়া হয়ে থাকে। যেসব ভাষা শিক্ষা দেয়া হয় শিক্ষার্থীদের আগ্রহের কথা বিবেচনা করে বর্তমানে ১৩টি ভাষা শিক্ষা দেয়া হয়ে থাকে। এগুলো হলো- অ্যারাবিক, ফার্সি, ইংলিশ, চায়নিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, জাপানিজ, রাশিয়ান, স্প্যানিশ ও টার্কিশ। এছাড়া বিদেশিদের জন্য বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থাও রয়েছে।

শিক্ষা পদ্ধতি এখানে ১ বছর মেয়াদি জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা ও হাইয়ার ডিপ্লোমাসহ এমফিল, পিএইচডি এবং ইংলিশ ভাষার ওপর দেড় বছরব্যাপী ৩ সেমিস্টারের এমএ ইন ইএলটি ডিগ্রি কোর্স চালু আছে। এছাড়াও বিভিন্ন সময় শর্ট কোর্স করারও ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের জন্য বছরে ৩টি শর্ট কোর্স ব্যবস্থা করা হয়ে থাকে। প্রতিটি শর্ট কোর্সের পরিসীমা হলো ৬০ ঘণ্টা মেয়াদি। শিক্ষকদের মান ভাষা শিক্ষা দেয় এমন বেশিরভাগ প্রতিষ্ঠানের তুলনায় এখানকার অন্যান্য কোর্সের মান খুবই ভালো।

কারণ এখানে যোগ্য শিক্ষকরাই শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন। এখানকার শিক্ষকদের ৭-৮ জন বিভিন্ন ভাষার ওপর পিএইচডি করেছেন। তাছাড়া, নির্দিষ্ট ভাষার ওপর মাস্টার্স করেছে এমন শিক্ষকদের দিয়েই সেই ভাষা শেখানো হয়ে থাকে। বর্তমানে ইন্সটিটিউটের মোট শিক্ষক সংখ্যা ৫৭। এদের মধ্যে পূর্ণকালীন ২৬ জন, খ-কালীন ২০ জন ও ভিজিটিং বিদেশি শিক্ষক ১০ জন।

পূর্ণকালীন শিক্ষকদের মধ্যে প্রফেসর ৭ জন, অ্যাসোসিয়েট প্রফেসর ৮ জন, অ্যাসিস্টান্ট প্রফেসর ৪ জন এবং লেকচারার ৭ জন। বিদেশি শিক্ষকদের মধ্যে রাশিয়ান ২ জন, জাপানিজ ৩ জন, কোরিয়ান ৩ জন, স্প্যানিয়ার্ড ১ জন ও চায়নিজ ২ জন। শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে ইন্সটিটিউটে মোট ছাত্রছাত্রী সংখ্যা ১৫৮৭ জন। বাংলাদেশি শিক্ষার্থী বাদে অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এখান থেকে ভাষা শিখছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই কোরিয়ান, জাপানিজ, চায়নিজ, ফিন, ফ্রেঞ্চ, আমেরিকান, বৃটিশ, ইরানিয়ান ও টার্কি।

এদের সবাই বাংলা ভাষা শিখছেন। যারা ভর্তি হতে পারবেন অ্যারাবিক : মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস শিক্ষার্থীরা সরাসরি অ্যারাবিক সিনিয়র কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে ভর্তির জন্য আবেদনকারীকে বিশেষ সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। ইংলিশ : ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাই শুধু ইংলিশ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ইংলিশ ভাষায় সিনিয়র, ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা কোর্স নেই।

বাংলা : বাংলা ভাষা শিখতে আগ্রহী বাংলাদেশি বা বিদেশি এমন যে কেউ বাংলা জুনিয়র কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি ইচ্ছুকদের অবশ্যই ১২ বছরের স্কুল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। বিদেশি নাগরিকরা ভর্তির আবেদন করার আগে ইন্সটিটিউটে অধ্যয়নের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করবেন। অন্যান্য ভাষা : উচ্চ মাধ্যমিক বা সমমানের অন্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো বাংলাদেশি নাগরিক ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে বা সমমানের কোনো পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা ‘উ’ গ্রেড থাকতে হবে।

উচ্চতর কোর্স : সিনিয়র, ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাইলে এর পূর্ববর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট ভাষায় তাদের যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের মাধ্যমে সিনিয়র বা ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ দেয়া যেতে পারে। ভর্তি হতে চাইলে মে মাসে ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়ে থাকে। তখন জনতা ব্যাংক, ঢাকা ইউনিভার্সিটি, টিএসসি শাখা থেকে নগদ ২০০ টাকার বিনিময়ে জুনিয়র কোর্সে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করতে হবে। - আবেদনপত্রের সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমানের অন্য কোনো পরীক্ষা পাসের সার্টিফিকেট/মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি সত্যায়িত ছবি সংযোজিত করতে হবে।

- ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেটের কপি প্রদানের প্রয়োজন নেই। তবে আবেদনপত্র নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। - আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট তারিখে আবার একই ব্যাংকে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ভাষা ভিত্তিক আসন ইন্সটিটিউটে স্থান সঙ্কুলান না হওয়ার কারণে এখানে পর্যাপ্ত ছাত্র ভর্তি করা সম্ভব হচ্ছে না। তাই ভাষা ভিত্তিক আসন নির্বাচন করা হয়ে থাকে।

এ ইন্সটিটিউটে ইংলিশ ভাষায় ১৫০টি, জাপানিজ ১৫০টি, রাশিয়ান ৯০টি, স্প্যানিশ ৯০টি, অ্যারাবিক ১২০টি, চায়নিজ ৯০টি, ফ্রেঞ্চ ১৫০টি, জার্মান ৬০টি, ইটালিয়ান ৩০টি, ফার্সি ৬০টি, টার্কিশ ৬০টি, কোরিয়ান ১২০টি এবং বাংলায় ৬০টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষা কোনো ভাষার আসন সংখ্যার তুলনায় প্রার্থী সংখ্যা কম হলে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। আর যদি আসন সংখ্যার তুলনায় প্রার্থীর সংখ্যা বেশি হয় তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সে ক্ষেত্রে ওই ভাষা সম্পর্কিত সংক্ষিপ্ত জ্ঞান এবং যে দেশের ভাষা শিখতে ইচ্ছুক সে দেশের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা থাকতে হবে। তবে এ ক্ষেত্রে সবার কথা বিবেচনা করে মোটামুটি সহজ প্রশ্ন করা হয়ে থাকে।

খরচ এখানে কোর্স করার জন্য খরচ খুবই কম। যারা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তাদের খরচ পড়বে ৯৯০ টাকা। অন্যদের খরচ পড়বে অর্থাৎ যারা ঢাকা ইউনিভার্সিটির নিয়মিত শিক্ষার্থী নন তাদের ২০২৫ টাকা। আর বিদেশি ছাত্রছাত্রীদের খরচ পড়বে ১০,০০০ টাকা। এছাড়া ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক যদি নতুন কোনো ফি ধার্য করে তবে তা প্রদান করতে হবে।

অনুবাদ সেল এখানে যেসব ভাষা শিক্ষা দেয়া হয় সেসব ভাষার অনুবাদ সেল রয়েছে। এ সেল থেকে বিভিন্ন বই ও সাময়িকী অনুবাদ করা হয়ে থাকে। লাইব্রেরি ও গবেষণাগার ইন্সটিটিউটের রয়েছে ২টি লাইব্রেরি ও ৫টি গবেষণাগার। লাইব্রেরি ২টির ১টি সবার জন্য আর অন্যটি কোরিয়ান ভাষার জন্য কোরিয়ান অর্থায়নে নির্মিত। এছাড়াও রয়েছে ১টি কোরিয়ান মিউজিয়াম।

প্রতি বছর আধুনিক ভাষা ইন্সটিটিউট পত্রিকা নামে ১টি গবেষণা জার্নাল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত হয়। সর্বোপরি বাংলা ভাষাভাষীদের বাংলা ভাষা শিক্ষা দেয়ার পাশাপাশি অন্য ভাষা শিক্ষা দেয়ার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরিতে আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভূমিকা খুবই প্রশংসনীয়। *উল্লেখ্য বর্তমানে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।