আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষপূর্তি - ২

www.cameraman-blog.com/

প্রথম পোষ্টটি দিয়েছিলাম সদ্য কেনা ক্যামেরাটি নিয়ে। আশাতীত সাড়া পেয়েছিলাম বলা যায় নতুন ব্লগারের প্রথম পোষ্ট হিসেবে। দেখেছিল ১৯৮ জন ব্লগার আর কমেন্ট পেয়েছিলাম ৮ টি। কমেন্টকারী ২ জন ব্লগারের কথা আজো মনে আছে। তাদের একজন সুমি, আরেকজন পাগলা বাবু।

সৌদি আরব প্রবাসী সুমি'কে অনেকদিন হয় দেখছিনা আর কলকাতার পাগলা বাবু এখনও মাঝে মধ্যে লিখছেন। ব্লগের নেশাটা মনে হয় একটু একটু ধরতে শুরু করলো এরপর থেকে। কমেন্ট করি আর অনেকদিন পরপর এক-আধটা পোষ্ট দেই। দূঃখের ব্যাপার হলো প্রথম পোষ্টে যেরকম সাড়া পেয়েছিলাম পরের পোষ্টগুলোতে তার সিকিভাগও পেলাম না। পরের পোষ্টগুলোতে দেখলাম পড়েছেন গড়ে ১০০ জন আর কমেন্ট হয়েছিল ৩/৪ টা করে।

পোষ্ট দিয়ে বসে থাকি তীর্থের কাকের মতো ঘন্টার পর ঘন্টা। কোন কমেন্ট আসে না। বলেন সহ্য হয়। অথচ অন্যদের পোষ্ট দেখি দেয়ার সাথে সাথেই এক-দেড়শ বার পড়া হয়ে যায়, কমেন্ট পড়ে কাতারে কাতার। অন্যদের পোষ্ট পড়ি আর দীর্ঘশ্বাস ফেলি - ইস! এরকম যদি লিখতে পারতাম।

মাথার ভিতর ঘুরপাক খায় নানা রকমের হাজারটা লেখা, কিন্তু কি এক অদৃশ্য সমন্বয়হীনতায় লেখাগুলি মস্তিস্কের কোণ থেকে হাতের দিকে ধাবিত হয় না। দুর্দান্ত সব কমেন্ট করতে চাই কিন্তু কি এক পিছু টানে কিবোর্ডের উপর আঙ্গুলগুলো সচল হয় না। পড়ি আর ভাবি, ভাবি আর দেখি। কিছুতেই কিছু হয় না। এইসব দেখতে দেখতে, পড়তে পড়তে আর ভাবতে ভাবতে খেয়াল করলাম কয়েকটা ব্যাপার।

কোন পোষ্টে প্রথম কমেন্টটা যত তাড়াতাড়ি পড়ে সেই পোষ্ট পড়া হয় অপেক্ষাকৃত বেশী বার আর তাতে কমেন্টও পড়ে বেশী। দি আইডিয়া। একটা মোসাহেব দরকার যে পোষ্ট দেয়ার সাথে সাথেই প্রথম কমেন্টটা করবে। কিন্তু কারে বলি - একমাত্র মামলুকার ছাড়া পরিচিত আর কেউ তো নাই। আর এই লোক এমনই যে পোষ্ট পড়ার পর ফোনে কমেন্ট করে।

কি মুশকিল। এরমধ্যে জানলাম একাধিক নিকের কাহিনী। অনেকেরই নাকি একাধিক নিক আছে। দ্বিতীয় নিকের চিন্তা শুরু করলাম জোরেশোরে। দ্বিতীয় নিকের প্রাথমিক কাজ হবে মোসাহবের, মানে ক্যামেরাম্যান পোষ্ট দিলে মোসাহেব গিয়ে ক্যামেরাম্যানের পিঠ চাপড়িয়ে প্রথম কমেন্ট টা করবে।

এই নিকের দ্বিতীয় কাজ হবে দুর্দান্ত (?) সব কমেন্ট করা। অন এ সেকেন্ড থট, দ্বিতীয় নিকটা এমন হতে হবে যাতে কেউ গালাগালি করতে চাইলেও এর (নিকের) চেয়ে খারাপ কিছু বলতে পারবে না, আবার নিকটা অশ্রাব্যও কিছু হবে না। মানে কিছুটা বোকাসোকা, ভোলাভালা টাইপের আর কি। জন্ম নিল ক্যামেরাম্যান এর মোসাহেব - গন্ডমূর্খ। (ক্রমশ ....) প্রথম কিস্তি


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।