আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষপূর্তি

www.cameraman-blog.com/

দুইদিন পর আজ সকালে ব্লগে ঢুকেই দেখি ১ বৎসর ৪ ঘন্টা যাবৎ ব্লগ লিখছি। আমার নিজেরই খেয়াল ছিল না ব্যাপারটা। ভাবলাম কিছু লিখি এনিয়ে। শুরুটা হয়েছিল আরো আগে। বিটিসিএল (ভূতপূর্ব বিটিটিবি) এ আমার এক বন্ধু আছে নাম মামলুকার।

এই মামলুকার-ই প্রথম খোজ দেয় সামহোয়্যার ইন ব্লগের। প্রথম প্রথম কেবল পড়তাম। রেজিষ্ট্রেশনও করি নাই। অনলাইনে থাকলে মামলুকার মাঝে-মধ্যে কোন লেখার লিঙ্ক পাঠায় মেসেঞ্জারে - ইন্টারেষ্টিং লেখা, পড়ো। আমিও পড়ি।

জীবনে গরু রচনা ছাড়া আর কিছু লিখি নাই, সুতরাং নিজে লেখার চিন্তাটা তখনও মাথায় আসে নাই। লেখার চিন্তাটা আসলো আলী আর ঢালীর পোষ্ট দেখে। সেই সময়কার ইন্টারফেসে "সর্বোচ্চ পোষ্টদাতা" নামে একটা প্যানেল ছিল বাম দিকে। তাদের দুইজনের পোষ্ট এর মোট সংখ্যা তখন ৭০০ ছাড়িয়ে গেছে। আজ আলী সর্বোচ্চ পোষ্টদাতা তো কাল ঢালী।

যেন রীতিমতো এক প্রতিযোগীতা। আর পোষ্টের সেকি বাহার - রাত্রে ঘুমাতে যাবার আগে হয়তো একলাইনের একটা পোষ্ট দিয়ে গেল "ঘুমাইতে গেলাম" কিংবা "ঘুম আসছে না" এই রকমের সব পোষ্ট। অন্য ব্লগাররাও দেখতাম চুটিয়ে কমেন্ট করে যাচ্ছে এ সব পোষ্টে। এসব দেখে শুনে মনে হলো - নাহ! চেষ্টা করলে পারবো মনে হয়। কিন্তু রাগ ইমনের লেখা পড়লে আবার হাত-পা ঠান্ডা হয়ে আসে।

কপালের ফেরে যদি এই মহিলার অসাধারণ কোন লেখার আগে বা পরে যদি আমার গরু মার্কা লেখা আসে, পাবলিক নির্ঘাত ধূয়ে ফেলবে। এক পা আগাই তো দশ পা পিছাই। আরো একটা ব্যাপার ছিল। সেই সময় কেন জানি মনে হয়েছিল এখানকার সবাই ছদ্মনাম ব্যবহার করে। সো আমারও একটা ছদ্মনাম দরকার, বাট যুতসই কোন ছদ্মনাম খুজে পাচ্ছিলাম না আর ব্লগে আমার প্রথম গরু রচনা লেখাও হচ্ছিলো না।

এর মধ্যে হাতে কিছু টাকা এলো আর আগে-পিছে না ভেবেই আমি কিনে ফেললাম আমার প্রথম ডিজিটাল ক্যামেরা। ছবি তুলছি, কম্পিউটার সেভ করছি আর ভাবছি ছবি দিয়ে নেটে কি করা যায়। এর মধ্যে একদিন ব্লগে কার জানি একটা ছবি ব্লগ দেখলাম। সাথে সাথেই বিদ্যুৎ চমকের মতোই মনে হলো আরে তাইতো। দি আইডিয়া।

যার হাতে ক্যামেরা থাকে সেই তো ক্যামেরাম্যান। যেই ভাবা সেই কাজ। রেজিষ্ট্রেশন করে ফেললাম। জন্ম হলো "ক্যামেরাম্যান" এর। (ক্রমশ....)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।