আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষার অবসান হলো ‘বুড়ো উড়োজাহাজের’

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলান্সের ব্যাবস্থাপনা পরিচালক কেভিন স্টিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক ই-মেইলে এ তথ্য জানান।
তিনি বলেন, “কিছুক্ষণ আগে কাবোর বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি সৌদি আরবের ছাড়পত্র পেয়েছে। আশা করছি সোমবার সকাল থেকেই এটি দিয়ে হজ ফ্লাইট চালানো যাবে। এতে হজযাত্রীদের ফ্লাইট নিয়ে কোনো সমস্যা হবে না বলেই আমাদের আশা। ” এর আগে দুপুরে কেভিন স্টিল জানান, রোববার পর্যন্ত ছাড়পত্র না পাওয়ায় মঙ্গলবারের আগে উড়োজাহাজটি দিয়ে ফ্লাইট পরিচালনা করা যাবে না।


বয়স বেশি হওয়ায় কাবোর এই উড়োজাহাজটির ছাড়পত্র পেতে সমস্যা হচ্ছিল বলে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ার বিমান সংস্থা কাবো থেকে শুক্রবার সন্ধ্যায় বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি ভাড়ায় আনে বিমান। এর যাত্রী ধারণ ক্ষমতা ৫৮২।
তবে সৌদি আরবের ছাড়পত্র না পাওয়ায় শনিবার জেদ্দা যাওয়ার কথা থাকলেও ৪১৯ জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।  এ কারণে প্রথম দিনই বিড়ম্বনায় পড়তে হয় ১৬৩ জন হজযাত্রীকে।


এছাড়া এই উড়োজাহাজের কারণে বিমানের ডিসি ১০ মডেলের উড়োজাহাজ দিয়ে ৩১৪ জন হাজিকে রোববার সকালে জেদ্দা পাঠানো হয়। এতে ২৬৮ জন হজযাত্রী আটকা পড়েছেন।
২০০৯ সালে উড়োজাহাজ ভাড়া দেয়া নিয়ে জালিয়াতির জন্য নাইজেরিয়ার বিমান সংস্থা কাবোকে কালো তালিকাভুক্ত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।