আমাদের কথা খুঁজে নিন

   

ইউপি প্রত্যয়নপত্র নিতে লাখ টাকা ঘুষ!

সরকারিভাবে মালয়েশিয়াগামী প্রার্থীদের প্রত্যয়নপত্র নেওয়ার জন্য মেহেরপুরের গাংনী উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে ঘুষ দিতে হচ্ছে। ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান আলীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, আবদুর রাজ্জাক ও ওসমান আলী প্রত্যয়নপত্র দেওয়ার জন্য এক লাখ টাকা করে ঘুষ চেয়েছেন। কারও কারও কাছ থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা করে ইতিমধ্যে তাঁরা হাতিয়েও নিয়েছেন।
ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের আলাউদ্দিনের ছেলে লিখন মিয়া (২৩) জানান, তিনি কম খরচে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছেন। এ মাসেই খুলনায় প্রশিক্ষণ শুরু হবে। এ ক্ষেত্রে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন করা চারিত্রিক সনদপত্র লাগে। ২০ দিন আগে সেটি নিতে গেলে চেয়ারম্যান তাঁর কাছে এক লাখ টাকা ঘুষ চান।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.