আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসবে তো

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

তুমি আসবে তো তুমি আসবে তো! আমি অপেক্ষায় রইবো। কাল বসুন্ধরা’র গেটে, তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। তোমাকে সাদরে অভ্যর্থনা জানাবো। আসবেতো! গেটের সামনে শাশ্বত’র পোস্টারটা দেখে হয়তো তুমি থমকে দাঁড়াবে, আমার দিকে অবাক বিষ্ময়ে তাকাবে! আমি নিঃসঙ্কোচে তোমার দিকে আমার হাত বাড়িয়ে বলবো, “কিছু সাহায্য করো”। আজ তোমাকে নিয়ে ফুডকোর্টে যাবোনা।

শাশ্বত নামের এক অসহায় মানুষ আমার সব ক্ষুধা কেড়ে নিয়েছে। আসলে আমিতো ক্ষুধার্ত নই, তোমাকে নিয়ে কথার ফানুস ওড়াই। দোসা-পরাটা আর দই-ফুচকা খাই, গাল ভরা গপ্পে মন ভরাই, তুড়ি মেরে সময় কাটাই। আজ নাহয় ওসব ভুলেই গেলাম। আজ প্রথম আমার অহংকারী মানিব্যাগটা তোমাকে দেখে লজ্জায় মরুক।

আজ প্রথম তোমাকে দেখে আমার দু’চোখের পাতা একটুও না কাঁপুক। আজ নির্দ্বিধায় আমার শক্ত দুটো হাত অসহায়ের মতো তোমার সামনে বাড়িয়ে দেবো। আজ তোমার সৌখিন পার্সটাকে ভীষণ লজ্জা দেবো। আমি অকপটে বলবো, আজ আর ফুড কোর্টে নয়- এসো মানবতার কোর্টে কিছু দান করে যাও। এবার বলো, তুমি আসবে তো! যদি আমাকে ভালবেসে থাকো, তবে জানি- তুমি আসবেই।

সব ভুলে আজ তুমি আমার পাশে দাঁড়াবেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।